কেউ মারা গিয়েছে ৮ বছর আগে আবার কেউ মারা গিয়েছে ৯ বছর আগে। অথচ তাদের নামে এসেছে আবাস যোজনার টাকা! শুধু তাই নয়, সেই টাকা তুলে বাড়ি করাও সম্পন্ন হয়ে গিয়েছে! এমনই গুরুতর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল পরিচালিত নান্দাই গ্রাম পঞ্চায়েতে। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধানের দিকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সಌদস্যরা। যদিও এ নিয়ে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ই🎃তিমধ্যেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন বিডিও।
স্থানীয় সূত্রে খবর, গতকাল এই গ্রাম পঞ্চায়েত এলাকার তিনজন বাসিন্দা পঞ্চায়েতে ভিড় করেন। তাদের বক্তব্য, তাদের পরিবারের যে সমস্ত মৃত সদস্যদের নামে আবাস যোজনার টাকা এসেছে সেই টাকা তারা পাননি। তা সমস্তটাই আত্মসাৎ করেছেন প্রধান। ১ লক্ষ ২০ হাজার টাকা করে মৃত ব্যক্তিদের নামে আবাস যোজনার টাকা তোলা হয়েছে বলে তাদের অভিযোগ। সাধারণত আবাস যোজনার ক্ষেত্রে মৃত ব্যক্তি কোনওভাবেই টাকা পেতে পারেননা। তারপরে কীভাবে মৃত ব্যক্তিদের নামে আবাস যোজনার টাকা তোলা হল 🎶তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও এই অভিযোগ কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, ‘কোথাও হয়তো ভুল হতে পারে। সে ক্ষেত্রে বিডিও তদন্ত করে দেখছেন। তদন্ত শেষ হওয়ার𝓀♑ পর সেটা জানা যাবে।’ এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির অভিযোগ, ‘এতদিন তৃণমূল জীবিত মানুষের টাকা চুরি করেছিল। এখন মৃত মানুষেরও টাকা চুরি করছে।’ এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনওভাবে দুর্নীতি মেনে নেওয়া হবে না।’