কেউ মারা গিয়েছে ৮ বছর আগে আবার কেউ মারা গিয়েছে ৯ বছর আগে। অথচ তাদের নামে এসেছে আবাস যোজনার টাকা! শুধু তাই নয়, সেই টাকা তুলে বাড়ি করাও সম্পন্ন হয়ে গিয়েছে! এমনই গুরুতর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল পরিচালিত নান্দাই♓ গ্রাম পঞ্চায়েতে। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধানের দিকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা। যদিও এ নিয়ে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন বিডিও।
স্থানীয় সূত্রে খবর, গতকাল এই গ্রাম পঞ্চায়েত এলাকার তিনজন বাসিন্দা পঞ্চায়েতে ভিড় করেন। তাদের বক্তব্য, তাদের পরিবারের যে সমস্ত মৃত সদস্যদের নামে আবাস যোজনার টাকা এসেছে সেই টাকা তারা পাননি। তা সমস্তটাই আত্মসাৎ করেছেন প্রধান। ১ লক্ষ ২০ হাজার টাকা করে মৃত ব্যক্তিদের নামে আবাস যোজনার টাকা তোলা হয়েছে বলে তাদের অভিযোগ। সাধারণত আবাস যোজনার ক্ষেত্রে মৃত ব্যক্তি কোনওভাবেই টাকা পেতে পারেননা। তারপরে কীভাবে মৃত ব্যক্তিদের নামে আবাস যো▨জনার টাকা তোলা হল তাܫ নিয়ে উঠছে প্রশ্ন।