ষষ্ঠ দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা বিজেপি কর্মীর। এছাড়াও কমপক্ষে ৮ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বু𓆏ধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা পুকুর বাজার এলাকায়। মৃত মহিলা কর্মীর নাম রথিবালা আড়ি। মহিলার ছেলে সঞ্জয় আড়িও এর অবস্থা আশংকা༺ জনক ঘটনায় তৃণমূল বিরুদ্ধে থানা ঘেরাও করে বিজেপি।
আরও পড়ুন: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের♐ তদন্তে পূর্ব মেদিনীপু꧃রে NIA
কী ঘটেছিল?
জানা যাচ্ছে, ভোটের আগে নন্দীগ্রামে এলাকায় রাতে পাহারা দিচ্ছিলেন ওই বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় রাত দুটো নাগাদ আচমকা বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বাইককে করে এসে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েন রথিবালা। মাকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলে সঞ্জয় আড়ি গুরুতর হন। তাঁর শরীরের একাধিক জায়গায় কোপ লাগে। তিনিও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে প🏅ড়েন।
এর পাশাপাশি অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের ওপরেও হামলা চালায় দুষ্কৃতীরা। তাতে ৮জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে এলাকাবাসীরা সেখানে ছুটে আসলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা আহতদের উদ্ধ𝔉ার করে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রথিবালাকে মৃত ঘোষণা করেন। তার ছেলের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।