শুক্রবার সকাল থেকে আচমকাই মালদহের মানিকচকে গঙ্গার ঘাটে বন্ধ করে দেওয়া হল নৌকা চলাচল। ফেরি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক সমস্য়ায় পড়েছেন দুপাড়ের মানুষরা। মাঝিদের অভিযোগ, ঝাড়খণ্ড পুলিশের অত্যাচারে তাঁরা নৌকা পারাপার করা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। মাঝিদের দাবি, বর্তমান করোনা পরিস্থিতিতে নৌকা পারাপার অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এসবের মধ্যেই যাবতীয় নিয়ম মেনেই নৌকা পারাপার হচ্ছিল। কিন্তু ওপারে গেলেই ঝাড়খণ্ড পুলিশ মাঝিদের উপর অত্য়াচার চালাচ্ছে বলে অভিযোগ। তাদের উপর চরম অত্যাচার করা হচ্ছে বলে ঝাড়খণ্ড পুলিশের অভিযোগ। সেকারণেই শুক্রবার সকাল থেকে নৌকা চলাচল বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন মাঝিরা। এদিকে মানিকচকের গঙ্গা পেরলেই ওপারে ঝাড়খণ্ডের রাজমহল। প্রতিদিন প্রচুর মানুষ এই ঘাট দিয়েই পারাপার হন। ভেসেল পরিষেবা বন্ধ থাকায় নদী পারাপারের অন্যতম ভরসা নৌকা। এদিকে এবার সেই নৌকা পারাপারও আচমকা বন্ধ করে দিলেন মাঝিরা। এর জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ মালদহে নানা কারণে আসেন। তাঁদের কাছে নদী পেরোনর অন্যতম মাধ্যম হল নৌকা। এদিকে বর্তমান পরিস্থিতিতে তাঁরা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছতে পারছেন না। দ্রুত ঝাড়খণ্ডে পৌঁছনর ব্যবস্থা করার দাবিতে সরব হয়েছেন তাঁরা। পাশাপাশি ঝাড়খণ্ড পুলিশের অত্যাচার বন্ধ করার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারী মাঝিরা।