নেই নিজস্ব কোনও বাড়ি। তার নামেও রয়েছে আমফানের ক্ষতিগ্রস্তের তালিকায়। অবাক করা এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে। অভিযোগ, পুরসভার প্রশাসক দুর্গাশঙ্কর পানের বাড়ির পরিচারিকা এক মহিলার নাম রয়েছে ক্ষতিগ্রস্ꦇতের তালিকায়। যদিও ক্ষীরপাই পুর এলাকায় কোনও বাড়ি নেই তাঁর।
ক্ষীরপাই পুরসভার প্রশাসক দুর্গাশঙ্কর পানের বিরুদ🍃্ধে অভিযোগ, বাড়ির পরিচারিকা দুর্গারানি ভুঁইয়ার নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় তুলেছেন তিনি। যদিও দুর্গারানি দেবীর ক্ষীরপাই পুর এলাকায় নিজস্ব কোনও বাড়ি নেই। দীর্ঘ ৪০ বছর দুর্গাশঙ্কর বাবুর বাড়িতেই বসবাস করেন তিনি।
𒆙ঘটনার কথা স্বীকার করেছেন দুর্গাশঙ্করবাবু। তিনি বলেন, দুর্গারানি দেবী আমার বাড়িতেই একটি অংশে থাকেন। তিনি যে অংশে থাকেন সেই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাঁর নাম ক্ষতিগ্রস্তের তালিকায়꧋ রেখেছি।
🐈দুর্গাশঙ্করবাবুর এই সাফাইඣ মানতে নারাজ বিজেপি। দুর্নীতির অভিযোগে বুধবার দুপুরে ক্ষীরপাই পুরসভা ঘেরাও করে তারা।
রাজ্যে বিভিন্ন জায়গায় আ🧜মফানের ত্রাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তৃ💧ণমূলের বিরুদ্ধে। প্রায় সর্বত্রই প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত বলে অভিযোগ করেছে বিরোধীরা। তবে বাড়ি না থাকতেও ক্ষতিপূরণের নজির এই প্রথম।