আরটিও অফিস থেকে গাড়ির মালিকানা পরিবর্তন করার অভিযোগ উঠল। অভিযোগ যে ম😼ালিকের নামে গাড়ি ছিল তার পরিবর্তে গাড়িটি করা হয়েছে অন্যের নামে। এমন অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘির ব্যবসায়ী অমর কুমার দাসের সঙ্গে। এমন ঘটনায় বড়সড় চক্রের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। কীভাবে আরটিও অফিস থেকে গাড়ির মালিকানা পরিবর্তন করা হল তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
অমর বাবু জানান, তিনি প্রথমে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। সেই সময় গাড়িটি নিজের নামে করি🤡য়েছিলেন। এ✱রপর সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন। কিন্তু, গত সেপ্টেম্বরে অমরের আগে কেনা গাড়িটির বিমা ফেল হয়ে যায়। এরপরেই ঘটে বিপত্তি। কিছুদিন আগে তিনি সরকারি ওয়েবসাইট থেকে জানতে পারেন ওই গাড়ির মালিকানা পরিবর্তন হয়েছে। আর তাঁর নামের পরিবর্তে▨ নাম রয়েছে কোচবিহার জেলার বাসিন্দা শুভঙ্কর দাস নামে এক ব্যক্তির। এমনটা জানতে পেরেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় অমর কুমারের।
ঘটনার খোঁজখব🎉র নিয়ে তিনি জানতে পারেন, মাথাভাঙ্গা আরটিও অফিস থেকে গাড়ির মালিকানা পরিবর্তন করা হয়েছে। এরপরে তিনি সেখানে গিয়ে এক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ 👍করেন। তিনি জানান ত্রুটির কারণে এমনটা হয়েছে। কাগজপত্র ঠিক করে দেওয়া হবে। আর এই নিয়ে চোরাই গাড়ির চক্র সামনে আসছে। অভিযোগ, এরমধ্যে একটা বিরাট চক্র চলছে। এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে সাধারণ মানুষ বিপদে পড়বেন। যদিও এ বিষয়ে রায়গঞ্জের আরটিও’র এক আধিকারিক জানান, মাথাভাঙ্গার আরটিও থেকে নাম পরিবর্তন করা হয়েছে। তাই তারাই এ বিষয়ে জবাব দিতে পারবেন। এর সঙ্গে বড় কোনও চক্র রয়েছে কিনা তা জানতে আইনের দ্বারস্থ হবেন অমর।