আজ, শনিবার আসানসোল আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে। তবে এদিন অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে জোরদার সওয়ালে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের আদালত কক্ষ। উল্লেখযোগ্য বিষয় হল, আজ শনিবার দীর্ঘ সওয়াল জবাবে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ 🐬বিচা🐟রক। তদন্তকারীদের কাছে একটি সম্ভাব্য তারিখ জানতে চান তিনি। আর এই সুযোগেই অনুব্রতের আইনজীবী অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁর মক্কেলকে হয়রানি করা হচ্ছে। তবে আজও জামিন খারিজ হয় অনুব্রত মণ্ডলের।
ঠিক কী বলেছেন অনুব্রতর আইনজীবী? আজ, শনিবার সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অনুব্রত মণ্ডলের আইনজীবী সজল দাশগুপ্ত আদালতে বলেন, ‘গরু পাচার মামলায় মূল অভ༺িযুক্ত এনামুল হক। আর এখন সিবিআই তদন্ত করে দেখছে গরু পাচারে টাকা কত হয়েছে। দেখা হচ্ছে, শাসকদলের জেলা সভাপতি হয়ে অনুব্রত গরু পাচারে প্রভাব খাটিয়েছেন কি না। এখানে তদন্ত চলছে একটি রাজনৈতিক দলকে লক্ষ্যবস্তু করে। তা হলে রাজনৈতিক দল না বদলানো পর্যন্ত জামিন পাবেন না অনুব্রত?’
সিবিআই কী বলেছে আদালতে? সিবিআই আজ আদালতে জানায়, জেলে জেরার সময় চুপ থাকছে♋ন অনুব্রত মণ্ডল। তদন্তে সহযোগিতা ꦡকরছেন না। তখন অনুব্রত মণ্ডলের আইনজীবীর জোরদার সওয়াল, ‘সিবিআই মিথ্যে অভিযোগ করছে। আমার মক্কেল যেটা জানে না সেটার উত্তর দেবে কী করে? উনি দল বদলাল🍬ে বা রাজনীতি থেকে সন্ন্যাস নিলে তবেই কি প্রভাবশালী তকমা মিটবে? তবেই কি মিলবে জামিন?’