উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র ক🍎রে তৃণমূলের দুই হেভিওয়েট নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার বোর্ড গঠনের সময় সেখানে উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তৃণমূলের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বারাকপুরে সাংসদ মন্তব্য করেন, ’টাকা নিজের কাছে না রেখে মানুষের কাজে লাগান। না হলে ইডি, সিবিআই এসে টাকা নিয়ে যাবে।’ অন্যদিকে, শোভনদেব চট্টোপাধ্যায় এই মন্তব্যের পালটা টাকা পোস্ট অফিস এবং ব্যাঙ্কে রাখার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: অনুব্রতর দিল্লি যাত্রা পিছনোর পুরস্কার! শিবঠাকুর মণ্ডলের স্ত্রীকে প্রধা🌄ন করল TMC
এদিন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘো🌠ষ, তৃণমূল বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ প্রমুখ। এছাড়াও, দলের কর্মী সমর্থকরা এদিন বারাসতে জেলা পরিষদ ভবনে উপস্থিত ছিলেন। অর্জুন সিং দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘টাকা নিজের কাছে রাখলে ইডি, সিবিআই এসে নিয়ে চলে যাবে। তাই টাকা মানুষের কাজে লাগান।’ যদিও তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তিনি নিজের কাছেই টাকা রাখেন। পোস্ট অফিসে এবং ব্যাঙ্কে তাঁর টাকা রয়েছে। এরপর অর্জুন সিংয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা অন্যায় ভাবে টাকা রোজগার করেছে অর্জুন সিং তাদের কথাই বলছেন। তাঁর মতে, সঠিকপথে রোজগারের টাকা পোস্ট অফিসে বা ব্যাঙ্কে রাখা যায়। এই বলে তিনি অর্জুন সিংয়ের মন্তব্য নিয়ে দ্বিমত পোষণ করেন। তাঁর মতে, অর্জুন যেটা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় দেড় মাস আগে। এবার বোর্ড গঠনের পালা। পঞ্চায়েতের তিনটি স্তরে চলছে বোর্ড গঠন। আর বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে যেখানে অশান্তির ঘটনা সামনে আসছে সেখানে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র করে অন্য ছবি দেখা যায়। এদিন জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র করে সেখানে চাঁদের হাট বসেছিল। কার্যত উ🥂ৎসবের মেজাজে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বোর্ড গঠন সম্পন্ন হল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির পদ পেলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। অন্যদিকে, সহ-সভাপতির পদ পেয়েছেন রিনা মণ্ডল।
এদিন দায়িত্ব পাওয়ার পরেই গুরুত্ব দিয়ে 🃏দায়িত্ব পালন করার আশ্বাস দিয়েছেন নারায়ণ গোস্বামী। তাছাড়া কোনও কাজে খামতি থাকবে না বলেও তিনি জানিয়েছেন। সব মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত বোর্ডের সদস্যরা।