স্কুল থেকে বাড়ি ফেরা হল🍌 না ছোট্ট শিশুটির। কারণ সেনাবাহিনীর গাড়ির চাকায় চলে গেল তার প্রাণ। মর্🌺মান্তিক দুর্ঘটনায় ছোট্ট প্রাণের স্পন্দন স্তব্ধ হয়ে গেল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। জলপাইগুড়ির বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনালি চা বাগান এলাকায় মৃত্যু হয় ওই পড়ুয়ার। সাইকেলে করে বাড়ি ফিরছিল ছোট্ট শিশুটি। কিন্তু সেনাবাহিনীর গাড়ি পিষে যায় বাচ্চাটি। ঘাতক সেনা গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম অর্পিতা ওঁড়াও (৬)। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হয়। তখন সাইকেলে চেপে বাড়ি ফিরছিল অর্পিতা। হঠাৎ সেনাবাহিনীর একটি গাড়ি ধাক্কা মারে ওই স🐽াইকেলে। ছিটকে 🧜পড়ে গিয়ে জখম হয় ছাত্রীটি। সেনার পক্ষ থেকে দ্রুত শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। এমনকী ঘেরাও করে রাখা হয় সেনাবাহিনীর একটি গাড়ি। তাঁদের অভিযোগ, সেনাবাহিনী চা–বাগানের মেঠো পথ ধরে গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ায়। যার জেরে রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে। তারপরেও গতি না কমিয়ে বেপরোয়াভাবে সেনার গাড়ি চলে। আজ তার জেরেই♐ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে🅺।
জানা গিয়েছে, শুধু বিক্ষোভ দেখিয়ে ক্ষান্ত থাকেননি স্থানীয় বাসিন্দার⛄া। ঘাতক গাড়িটির চালককেও নিগ্গহ করা হয়। এই উত্তপ্ত পরিস্থিতি দেখে মাল থানার পুলিশের একটি দল এবং সংলগ্ন সেনা ছাউনির উচ্চপদস্থ আধিকারিকরা এসে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। ঘটনার তদন্ত 𒈔শুরু করেছে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।