পিকনিকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন। ৩ দিন পর জঙ্গল থেকে পাওয়া গেল নার্সিং ছাত্রীর অর্ধনগ্ন দেহ। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আসানসোলের সালানপুরের বেলকুন্ডা জঙ্গল লাগোয়া এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশি টহল বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের একটি প্রতিষ্ঠানে নার্সিং প্রশিক্ষণরত ওই ছাত্রী মঙ্গলবার সকালে পিকনিকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন। রাতে ফিরে আসার কথা থাকলেও ফেরেননি। এর পর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। পুলিশ চেষ্টা করেও ছাত্রীর খোঁজ পায়নি। বৃহস্পতিবার সকালে সালানপুর থানা এলাকার ফুলবেড়িয়া - বেলকুন্ডা সড়কের পাশে জঙ্গলে এক যুবতীর অর্ধনগ্ন দেহ দেখতে পান স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে আসানসোল পুলিশ মর্গে পাঠানো হয়। সেখানে ছাত্রীর দেহ সনাক্ত করে পরিবার।ওদিকে দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের দাবি, ওই জঙ্গলে নানা অসামাজিক কাজ চলে। দুষ্কৃতীরা বৈঠক করে জঙ্গলে। পুলিশি টহলদারি না থাকায় দিন দিন সাহস বাড়ছে দুষ্কৃতীদের।স্থানীয়দের দাবি, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ যৌন হেনস্থার কোনও প্রমাণ পায়নি বলে জানা গিয়েছে।পরিবারের তরফে জানা গিয়েছে, নিহত তরুণী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নার্সিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণও নিচ্ছিলেন তিনি। কী ভাবে তরুণী ওই জঙ্গলে পৌঁছলেন বেব্যাপারে অন্ধকারে পরিবারের লোকেরা।