ভয়াবহ ঘটনা আসানসোলের হোটেলে। শুক্রবার সন্ধ্যায় আসানসোলের হোটেলে ঢুকে এক হোটেল ব্যবসায়ী তথা ওই হোটেলের মালিককে একেবারে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই হাড়হিম ঘটনার ফুটেজ। মৃতের নাম অরবিন্দ ভগত। সূত্রের খবর, ওই হোটেলেরই মালিক তিনি। তিনি সোফাতে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় দুজন হোটেলে ঢোকে। কিছু বুঝে ওঠার আগে প্রায় পাঁচ রাউন্ড গুলি চালায় তারা। সোফার পাশে🍌ই লুটিয়ে পড়েন তিনি। এদিকে একেবারে জনবহুল জায়গায় রয়েছে হোটেলটি। কাছেই মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। সেখানেই গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
এদিকে ঘটনার🎐 সময় হোটেলে নিরাপত্তাকর্মীরাও ছিল। ঘটনার আকষ্মিকতায় তারাও হতবাক। একজন নিরাপত্তারক্ষী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ওরা দুজন এসেছিল। এরপর ঠাঁই ঠাঁই করে শব্দ হল। মালিক এখানেই বসেছিলেন। তারপরই ওরা চলে গেল।
আসানসোল দক্ষিণ থানার আওতায় ভগৎ সিং মোড়ের কাছে এই হোটেল। সেখানেই এদিন সন্ধ্যায় গিয়েছিলেন মালিক। কয়েকজনের সঙ্গে সোফায় বসে কথা বলছিলেন। আচমকাই হোটেলে ঢোকে দুষ্কৃতীরা। তারা ঝাড়খণ𓂃্ডের বলে মনে করা হচ্ছে। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্তে নেমেছে।
পুরানো কোনﷺও শত্রুতার জেরে এই ঘটনা কি তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে জনবহুল জায়গায় কীভাবে হোটেলে ঢুকে গুলি চালিয়ে এভাবে পালিয়ে গেল দুষ্কৃতীরা?
পুলিশ ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পরেই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকর🧜া তাকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, হোটেলের লাউঞ্জে বসেছিলেন খোদ মালিক। সিসি ফুটেজে দেখা গিয়েছে সেই মীরা হোটেলের মালিকের সামনে দাঁড়িয়ে 🎉রয়েছে দুষ্কৃতীরা। সামনের সোফাতে দুজন বসে রয়েছেন। আচমকাই গুলি। তারপর বেরিয়ে যায় দুষ্কৃতীরা।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুজন দুষ্কৃতীর কপালে তিলক ছিল। একজন হেলমেট পরেছিল।✨ অপরজন টুপি পরেছিল। বাধা দিতে গেলে আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। সেকারণে সরে আসি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। থানা থেকে জায়🎃গাটি প্রায় ৭০০ মিটার দূরে। সেখানে কীভাবে এই ঘটনা হল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
এদিকে ঝাড়খণ্ড সী🌃মান্তেও এনিয়ে তল্লাশি চলছে। হোটেল কর্মীদের জেরা করছে পুলিশ।
এই খবরটি আপ꧃নি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup