পশ্চিমবঙ্গ সফরে এসে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। বুধবার মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারকে বেলাগাম আক্রমণ করেন তিনি। বলেন, মহাপুরুষদের জমি বাংলাকে দুর্নীতি আর তোলাবাজির জমিতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় পরিবেশ, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী অশ্বিনী চৌবে বুধবার বলেন, ‘প্রধানমন্ত্রীজি দেশের ৮১ কোটি মানুষের জন্য তিন বছর ধরে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন। প্রত্যেককে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে ৩ – ৪ কেজির বেশি কেউ পাননি। এভাবে বাংলায় ৪০০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। পশ্চিমবঙ্গ দুর্নীতির ঘাঁটিতে পরিণত হয়েছে। বাংলা দুর্নীতির প্রতিশব্দ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের সহযোগিতা করছেন। ওনার ভাইপোর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ রয়েছে। তাই ওনাকে বাংলার মানুষ উপড়ে ফেলবে। সময় সমাগত’।তাঁর অভিযোগ, ‘সোনার বাংলাকে ভুলে গিয়ে শুধুমাত্র ব্যক্তিস্বার্থে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষরা রাজনীতির থেকে ওপরে উঠে কাজ করেছেন। নেতাজি থেকে রবীন্দ্রনাথের মতো মানুষ এখানে জন্মেছেন। মহাপুরুষদের সেই মাটি আজ দুর্নীতিগ্রস্তদের মাটি হয়ে গিয়েছে। অনাচারীদের মাটি হয়ে গিয়েছে। গুন্ডারাজ কায়েম হয়েছে। এই গুন্ডারাজ শেষ করতে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ’।বিরোধী জোটকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ইন্ডি জোটের প্রত্যেকটি সদস্য কংগ্রেসের দুর্নীতি, তোষণ ও স্বজনপোষণের রোগে আক্রান্ত। তাই দুর্নীতির বিরুদ্ধে কোনও কথা বলে না তারা। তৃণমূলও তার ব্যতিক্রম নয়।’ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন সাক্ষাৎকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অশ্বিনী চৌবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করতেই পারেন।’