নিয়োগ দুর্নীতির তদন্তে বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসোর্টের সিসিটিভির হার্ড ডিস্ক উদ্ধার করল ইডি। শান্তনুর গ্রেফতারির পর ওই হার্ড ডিস্ক লোপাট করে দিয়েছিল তাঁর সাগরেদরা। শনিবার শান্তনু ঘনিষ্ঠ আকাশ নামে এক যুবকের সাহায্যে ২টি ডার্ড ডিস্ক উদ্ধার করেন ইডির গোয়েন্দারা।শনিবার সকালে ইডির দল শান্তনুর রিসর্টে পৌঁছলে স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের জমি কার্যত গায়ের জোরে দখল করেছেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। সঙ্গে তাঁরা জানান, শান্তনুর গ্রেফতারির পরদিন রিসর্ট ছাড়েন কেয়ারটেকার। তার পর মোটর সাইকেলে করে রিসোর্টে আসেন ২ যুবক। তাঁরা তালা খুলে রিসোর্টে ঢোকেন। প্রায় ৩০ মিনিট পর কালো ব্যাগে করে রিসোর্ট থেকে কিছু নিয়ে বেরিয়ে যান তাঁরা।শনিবার সকালে ইডির গোয়েন্দারা আকাশের রিসোর্টে ঢুকে দেখেন, সেখানে লাগানো রয়েছে ১২টি সিসিটিভি ক্যামেরা। তবে সিসিটিভির হার্ড ডিস্কের খোঁজ নেই। এর পরই শান্তনুঘনিষ্ঠ আকাশ নামে স্থানীয় এক যুবকের বাড়ি যান গোয়েন্দারা। তাঁকে সঙ্গে নিয়ে আসেন রিসোর্টে। সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশির পর আকাশকে নিয়ে পুরুষোত্তম ঘোষ নামে এক যুবকের বাড়িতে যান গোয়েন্দারা। সেই যুবকের জিম্মা থেকে উদ্ধার হয় ২টি হার্ড ডিস্ক। সিসিটিভির হার্ড ডিস্ক খতিয়ে দেখে ওই রিসর্টে কাদের যাতায়াত ছিল তা স্পষ্ট হবে বলে মনে করেছন গোয়েন্দারা।ওদিকে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে কুন্তল ঘোষের একটি যৌথ কোম্পানির হদিশ পেয়েছে ইডি। ওই কোম্পানিতে আরও ২ অংশীদার ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের জেরা করতে পারে ইডি।