বছরের শেষ মাস। নয়া বছর আসার আগেই অনেকে ব্যাঙ্কের বিভিন্ন কাজ মিটিয়ে ফেলতে চান। একইসঙ্গে নয়া বছরের আমেজের মধ্যে তাই ছুটির দিনগুলি অনেকেই আগেভাগে জেনে নিতে উদ্যোগী༒ হন।
এমনিতে নিয়ম অনুযায়ী, অন্যান্য মাসের মতো ডিসেম্বরের সব রবিবার এবং দ্বিতಌীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ ৬, ১২, ১৩, ২৬ এবং ২৭ ডিসেম্বর ব্যাঙ্কে গিয়ে পরিষেবা মিলবে না। এছাড়াও জাতীয় এবং আঞ্চলিক ছুটির দিনও যাবতীয় রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে। জাতীয় ছুটির দিন সব ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে আঞ্চলিক ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকা অনুযায়ী, দ🐽ুটি দ্বিতীয় শনিবার এবং চারটি রবিবার ছাড়াও দেশে ডিসেম্বরে মোট ১১ টি ছুটি আছে। সেই ছুটি অবশ্যই দেশের সর্বত্র নেই। রাজ্যভিত্তিতে বিভিন্ন ছুটি আছে।
একনজরে দেඣখে নিন ডিসেম্বরে মোট কতদিন♋ ব্যাঙ্ক বন্ধ থাকবে? কলকাতায় সেই সংখ্যাটা কত?
• ১ ডিসেম্বর।
• ৩ ডিসেম্বর।
• ১২ ডিসেম্বর।
• ১৭ ডিসেম্বর।
• ১৮ ডিসেম্বর।
• ১৯ ডিসেম্বর।
• ২৪ ডিসেম্বর।
• ২৫ ডিসেম্বর।
• ২৬ ডিসেম্বর।
• ৩০ ডিসেম্বর।
• ৩১ ডিসেম্বর।
কলকাতা-সহ পশ্চিমবঙ্গে অবশ্য একদিনই ছুটি মিলবে। তা হল ২৫ ডিসেম্বর। বাকি 🎶ছুটিগুলি দেশের কয়েকটি রাজ্যে থাকবে। অর্থাৎ সবমিলিয়ে পশ্চিমবঙ্গে ডিসেম্বরে সাতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেগুলি হল - ৬, ১২, ১৩, ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর।