বুধবার রাতে শক্তিগড়ে লাইনচ্যুত হয়েছিল বর্ধমান- ব্যান্ডেল লোকাল। তার জেরে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। আর তার জেরেই বৃহস্পতিবার ও শুক্রবারের নির্ধারিত পিএইচডি অ্যাডমিশন টেস্ট স্থগিত করা হয়। এবার প্রশ্ন, কবে এই পরীক্ষা হবে? এনিয়ে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা করা হবে। এদিকে এদিন বহু পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। কিন্তু তাদের ফিরে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়. পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপরই কিছুটা হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা।এদিকে বুধবার রাতে শক্তিগড় স্টেশনে ঢোকার ঠিক মুখেই বেলাইন হয়ে যায় বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন। পাশেই ছিল মালগাড়ি। সেটাও লাইন থেকে নেমে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মেলে। তবে রেলযাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে সামগ্রিক পরিস্থিতিতে ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। কেন এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে একাধিক ট্রেনকে এদিন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। সেকারণেই এদিন আর কোনও ঝুঁকি নেয়নি বিশ্ববিদ্যালয়। কারণ ট্রেনে করে অনেকে পরীক্ষা দিতে আসেন। কিন্তু ট্রেনে গণ্ডগোলের কারণে অনেকে পরীক্ষা দিতে না আসতে পারেন। সেকারণেই শুক্রবারের পরীক্ষাও স্থগিত করা হয়।তবে পরীক্ষার্থীদের একাংশের দাবি এর আগেও পরীক্ষার তারিখ নির্ধারন করা হয়েছিল। কিন্তু সেটাও বাতিল করা হয়েছিল। ফের সেই পরীক্ষা বাতিল করা হল। গত ১৮ তারিখের আগের পরীক্ষাও বাতিল করা হয়েছিল। ফের বাতিল করা হল এদিনের পরীক্ষা।এদিকে সূত্রের খবর চালকের ভুলেই লোকাল ট্রেন এভাবে বেলাইন হয়ে গিয়েছিল বলে খবর। এনিয়ে বিভাগীয় তদন্তও চলছে। তবে বুধবারের ঘটনার জেরে ওই রুটে একের পর এক ট্রেন সময়ে চলেনি। যার জেরে ভোগান্তি ক্রমশ বাড়তে থাকে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।