বাগুইআটি থেকে অপহৃত ২ কিশোরের মধ্যে ১ জনের দেহ উদ্ধার হল বসিরহাট পুলিশ মর্গে। এইꦚ ঘটনায় এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে ꦑপুলিশ। তবে মূল অভিযুক্ত পলাতক।
পুলিশ সূতꦐ্রে খবর, অপহৃত ২ কিশোরের বয়স যথাক্রমে অভিষেক নস্কর (১৬) ও অতনু দে (১৭)। তাদের মধ্যে ১ জনকে মোটরসাইকেল কিনে দেওয়ার নামে গাড়ি করে রাজারহাটে নিয়ে যান সত্যেন্দ্র চৌধুরী নামে এক যুবক। সঙ্গে ছ🌟িলেন অভিজিৎ বসু নামে আরেক যুবক। একটি মোটরসাইকেল শো রুমে গিয়ে দাম দর নিয়ে বিবাদ হয় তাদের মধ্যে। এর পর ২ কিশোরকে ফের গাড়িতে তুলে বাসন্তী এক্সপ্রেসওয়ের দিকে রওনা দেয় ওই ২ যুবক। এর পর ২ কিশোরকে অপহরণ করেছে বলে বাড়িতে ফোন করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এর পর আর কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
‘যতবার ডাকবে, ততবার আসব’, অভিজিৎ খুন মামলায় CBI জেরা শেষে দাবি পরেশ পালের
২৪ অগাস্ট বাগুইআটি🐼 থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন এক নিখোঁজ কিশোরের বাবা। পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ওই ব্যক্তি জানান, তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। তদন্তে নেমে অভিজিৎ নামে ওই যুবককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। সে জেরায় জানায়, ২ কিশোরকে নিয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ের দিকে যায় তারা। সেখানে ২ কিশোর বাড়ি ফিরতে চাইলে তাদের গলায় দড়ি জড়িয়ে খুন করে। এর পর রাস্তার পাশেဣ নির্জন জায়গায় তাদের দেহ ফেলে দেয় অপহরণকারীরা।
এর পর খোঁজ করে বাগুইআটি 🏅থানার পুলিশ জানতে পারে, নিহত ২ কিশোরের মধ্যে ১ জনের দেহ উদ্ধার করেছে পুলিশඣ। ১২ দিন ধরে বেওয়ারিশ সেই দেহ পড়ে রয়েছে বসিরহাট পুলিশ মর্গে।
এই ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা রহস্য প্রকাশ্যে আনতে মূল অভিযুক্ত সত🐻্যেন্দ্র খোঁজ𒊎 করছে। দেহ সনাক্তকরণের প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারীরা। অন্য কিশোরের দেহের সন্ধানে বাসন্তী এক্সপ্রেসওয়ের পাশে চলছে তল্লাশি।