বসিরহাটের তৃণমূল নেতার ছেলের হাতে গুলিবিদ্ধ পুলিশকর্মীর অস্ত্রোপচার হল বারাসতের বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে ꧅অস্ত্রপ্রচার করে প্রভাত সর্দার নামে ওই পুলিশ কন্সটেবলের কাঁধ থেকে গুলি বার করেন চিকিৎসকরা। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিন আহত পুলিশকর্মীর সঙ্গে দেখা করতে যান বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র। ওদিকে ঘরের ছেলে চাকরি করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ায় চিন্তিত নরেন্দ্রপুরের বয়নালা এলাকার সর্দার পরিবার।
সোমবার সন্ধ্যায় বসিরহাটের শাকচূড়া বাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী প্রভাত সর্দার। তৃণমূল নেতা൲ আসরাফুজ্জামান বুলবুলকে বাঁচাতে গিয়ে পিঠে গুলি লাগে তাঁর। গুলি চালান♓োর অভিযোগ তৃণমূল নেতা সিরাজুল বেশের ছেলে ওবাইদুলের বিরুদ্ধে। এই ঘটনার পর এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় ৩টি আগ্নেয়াস্ত্র। আহত প্রভাতবাবুকে ভর্তি করা হয় বারাসতের বেসরকারি হাসাপাতালে।
মঙ্গলবার দুপুরে অস্ত্রোপচার করে তাঁর পিঠে আটকে থাকা গুলিটি বার করা হয়। প্রায় ২ ঘণ্টা ধরে অস্ত্রোপꦬচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে উদ্বেগ কাটছে না তাঁর পরিবারের সদস্যদের।
নরেন্দ্রপুর থানা এলাকার বয়নালা গ্রামের বাসিন্দা প্রভাতবাবু। পরিবারের তরফে জানানো হয়েছে🙈, ২০০৭ সালে তিনি পুলিশে যোগ দেন। সোমবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন। সন্ধ্যায় আসে গুলিবিদ্ধ হওয়ার খবর।
এদিন বেসরকারি হাসপাতালে গিয়ে আহত পুলিশকর্মীর সঙ্গে দে𝓀খা কর♔েন বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র।