বোর্ড গঠন করতে গভীর রাতে বিজেপির জয়ী প্রার্🦋থীদের মোটা টাকার বিনিময়ে দলবদলের প্🃏রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় হাতেনাতে এক তৃণমূলের বুথ সভাপতিকে ধরলেন গ্রামবাসীরা। ধৃতকে ঘেরাও করে গভীর রাতে চলে বিক্ষোভ। পুলিশ এসে ধৃতকে উদ্ধার করে নিয়ে গিয়ে ছেড়েও দিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ঘটনা পূর্ব মেদিনীপুরের ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের।
ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ১২টি আসন পেয়েছে বিজেপি। ৯টি আসন পেয়েছে তৃণমূল। অভিযোগ, শনিবার রাত ৩টে নাগাদ তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল জয়ী বিজেপি প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে মোটা টাকার বিনিময়ে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিতে থাকেন তিনি। সেই খবর গ্রামে জানাজানি হলে বিজেপি কর্মী ও গ্রামবাসীরা বেরিয়ে এসে তৃণমূল কর্মী তপন মণ্🍰ডলকে ঘেরাও করে। অভিযুক্তকে ঘিরে চলে বিক্ষোভ। খবর পেয়ে ভোর রাতে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। পুলিশকে দেখে আবার বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, ধৃত তৃণমূল কর্মীকে পুলিশের সামনে স্বীকারোক্তি দিতে হবে। সেই স্বীকারোক্তি রেকর্ড করে রাখবেন গ্রামবাসীরা। অবশেষে কোন নেতা কেন তাঁকে পাঠিয়েছেন সেসব ক্যামেরার সামনে বলেন ধৃত তৃণমূল নেতা। জানান, তৃণমূলের জয়ী প্রার্থী গৌরাঙ্গ মণ্ডল তাঁকে পাঠিয়েছেন। প্রায় ১ ঘণ্টা ধরে উত্তেজনার পর তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ।
বিজেপির দাবꦯি, সকাল হত꧟েই অভিযুক্ত তৃণমূল নেতাকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওদিকে পুলিশের দাবি, থানায় কোনও লিখিত অভিযোগ জমা না পড়ায় ধৃতকে ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। এই ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি এই ঘটনা সাজিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।