ভোটের আগে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা পুকুর বাজার এলাকায় খুন হয়েছেন বিজেপির মহিলা কর্মী রথীবালা আড়ি। এই খুনের পরেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। সকাল ꧂থেকে সেখানে দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। জ্বলেছে আগুন। আর এবার এই ঘটনায় নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুনিদের সঙ্গে আইসি বৈঠক করেছেন বলেও অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: নন্দীগ্রামে বিজেপির ওপর হামলা, খুন মহিলা কর্মী, পꦜ্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন কাঁথিতে রোড শো করেন শুভেন্দু। রোড শো শেষে তিনি সটান নন্দীগ্রামে যান। সেখানে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা নন্দীগ্রাম থানায় ঢুকে পড়েন। পুলিশকে গলা উঁচিয়ে কার্যত ধমকের সুরে কথা বলেন বিরোধী দলনেতা। সেখানে আইসির সঙ্গে 𝓡দেখা করতে চান শুভেন্দু। কিন্তু, আইসি না থাকায় কর্তব্যরত এ𒀰ক পুলিশ অফিসারের কাছ থেকে তিনি এই খুনের ঘটনায় এফআইআরের নম্বর জানতে চান। একই সঙ্গে খুনের ধারার পাশাপাশি এসসি-এসটি আইনে মামলা রুজু হয়েছে কিনা সে বিষয়টিও জানতে চান। প্রথমে পুলিশ এফআইআর নম্বর দিতে আপত্তি জানলেও পরে অবশ্য শুভেন্দুকে সেই তথ্য দেন কর্তব্যরত পুলিশ অফিসার।