দল ꧒ভাঙানোর খেলায় যে তিনি সিদ্ধহস্ত। সে প্রমাণ তিনি বারবার দিয়েছেন। এবার নিজের কেন্দ্রেই তিনি ভাঙন ধরালেন। আর তাতে জোর ধাক্কা খেল বিজেপি। হ্যাঁ, তিনি মুকুল রায়। যিনি সদ্য বিজেপি সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। এবার তিনি বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। আর তিনি সসম্মানে জিতে এসেছেন। নিজের চেনা ঘরে ফিরেই ফের শুরু করেছেন দল ভাঙানোর খেলা। তাতে বাদ গেল না মুকুলের নিজের কেন্দ্র কৃষ্ণনগর উত্তরও।
রবিবারই কৃষ্ণনগরে এলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল ಞরায়৷ বিধানসভা নির্বাচনের সময় তিনি কৃষ্ণনগরের বেলেডাঙা মোড়ে যে বাসভবনে থাকতেন সেখানেই যান তিনি। সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশু রায়৷ সেখানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন৷ তারপর মুকুল রায় কৃষ্ণনগর ৩৪ নং জাতীয় সড়কের পাশে একটি রেস্তোরাঁয় তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।
একুশের নির্বাচনে তার নির্বাচনী এজেন্ট তথা বিজেপি নেতা অরুপ রায় এই বৈঠকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ রবিবাসরীয় দুপুরে সাংবাদিকদের মুকুল রায় বলেন, ‘দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কৃষ্ণনগরের সার্বিক উন্নয়নের লক্ষ্🀅য বৈঠক করলাম৷ বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর–সহ শতাধিক বিজেপি কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷’
বিজেপির পক্ষ থেকে বিধানসভার পিএসি পদে মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে সচিবকে চিঠি লিখলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। বিধানসভা থেকে প্রকাশিত ২০ জনের মনোনয়ন তালিকায় নাম রয়েছে বিজেপিত্যাগী মুকুল রায়ের। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতি তোলপাড়। তার মধ্যেই একের পর এক জেলায় ভাঙন অব♋্যাহত রয়েছে। এবার তাতে যোগ হল কৃষ্ণনগর।