সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ๊ছড়িয়ে দেওয়ার ব্ল্যাকমেলিংয়ের মুখে আত্মঘাতী হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরের আবুজহাটি ২ গ্রাম পঞ্চꦏায়েতের কাঁটাগড়িয়া এলাকায়। স্থানীয় এক যুবক নাবালিকার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবি করছিল বলে দাবি পরিবারের। অভিযুক্ত ভিনরাজ্য প্রবাসী বলে জানিয়েছে মৃতের পরিবার।
নিহত নাবালিকার নাম সোহানা মল্লিক (১৩)। স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে। মৃতের পরিবারের দাবি, বান্টি নামে স্থানীয় এক যুবক মাস খানেক আগে গ্রামে ফিরে নাবালিকার কয়েকটি ছবি তোলে। এর পর ভিনরাজ্যে কাজ করতে চলে যা♍য় সে। দিন কয়েক আগে নাবালিকার একটি এডিট করা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুবক। ছবিতে যুবকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে নাবালিকাকে। এর পর নাবালিকাকে ফোন করে যুবক ৫ লক্ষ টাকা দাবি করে বান্টি। হুমকি দিয়ে বলে, টাকা না দিলে নাবালিকার এডিট করা আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে সে। এর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করে কিশোরী।
মৃতের দাদা জানিয়েছেন, ধান কাটার মরশ🐲ুম চলছে বলে শুক্রবার বাড়িতে কেউ ছিল না। একাই ছিল নাবালিকা। সন্ধ্যায় বাড়ি ফিরে তাঁরা দেখেন আত্মঘাতী হয়েছে সে। এর পর খবর দেওয়া হয় জামালপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এর পর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় FIR দায়ের করে মৃতের পরিবার। তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন🦩 মৃতের দাদা।