পঞ্চায়েত ভোট মিটেছে, কিন্তু শেষ হয়নি মজুত বোমা বিস্ফোরণে তৃণমূল কর্মীর বাড়ি উড়ে যাওয়ার ধারা। রবিবার বিকেলে তেমনই এক বিস্ফোরণে উড়ে গেল কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা গ্রামের আসাদুল খাঁর বাড়ি। বিস্ফোরণের অভিঘাত এতই তীব্র ছিল যে বাড়ি থেকে ১০০ মিটার দূরে উড়ে গিয়ে পড়ল আসবাব। ঘটনার পর থেকে সপরিবারে বেপাত্তা আসাদুল।স্থানীয়রা জানিয়েছেন, রবিবার বিকেলে গ্রামের মাঠের দিকে বিকট বিস্ফোরণের শব্দ পান। বেরিয়ে এসে দেখেন মাঠের মধ্যে তৃণমূল কর্মী আসাদুল খাঁর কুড়ে ঘরটির বিধ্বস্ত অবস্থা। বাড়ির অ্যাসবেসটাসের চাল উড়ে গিয়েছে। আসবাব ছিটকে পড়েছে ১০০ মিটার দূরে। পরিবারটির খবর নিয়ে যখন গ্রামবাসীরা বিধ্বস্ত বাড়িটির দিকে এগোচ্ছিলেন তখন তাঁরা দেখেন স্ত্রী সন্তানদের নিয়ে পালাচ্ছেন আসাদুল খাঁ।স্থানীয়দের দাবি, পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাড়িতে বোমা মজুত করছিল ওই তৃণমূল কর্মী। পুলিশকে সেকথা জানানো হলেও পদক্ষেপ করেনি থানা। পঞ্চায়েত নির্বাচনে ওই বুথ থেকে ISF প্রার্থী জয়লাভ করে। বিরোধীদের চাপের মুখে তৃণমূল সেখানে বেশি সুবিধা করে উঠতে পারেনি। তাই মজুত বোমা তৃণমূল কর্মীর বাড়িতেই ছিল। এদিন সেই বোমাতেই বিস্ফোরণ হয়েছে।পাকুড়তলা গ্রামের জয়ী ISF প্রার্থী শোভান আলি খাঁ বলেন, আসাদুল খাঁর বাড়িতে বোমা আছে সেখবর আমাদের কাছে ছিল। ওর বাড়ি বসতি থেকে অনেকটা দূরে। সেখানে ধাপে ধাপে ১০ – ১২টি বোমা মজুত করেছিল সে।বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। এলাকাটি ঘিরে রেখেছে তারা। দিন কয়েকের মধ্যে সেখানে ফরেন্সিক দল তদন্তে আসবে বলে পুলিশ সূত্রে খবর।