পুরুলিয়ার জয়পুরে বেসরকারি কলেজের হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের ঝু🌟লন্ত দেহ। আর এই ঘটনায় হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে💜 খুনের অভিযোগ এনেছে মৃতের পরিবার। সাগর সাহু নামে ওই ছাত্রের দাদার অভিযোগ, হস্টেল কর্তৃপক্ষ ও ভাইয়ের সহপাঠীদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে।
নিহতের দাদা সুরজিৎ সাহু জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাগরের ফোন থেকে বাড়িতে ফোন করে কেউ জানায় সাগর আত্মহত্যার চেষ্🅷টা হয়েছে। ঝাড়গ্রামের বেলপাহাড়ির বাসিন্দা সারগরের পরিবার রাতেই এসে পৌঁছয় জয়পুড়ে। সাগরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত যুবকের দাদার দাবি, যে ঘরে সাগর𓆉 আত্মঘাতী হয়েছেন সেখানে মাটি থেকে ৩ ফুট উঁচুতে ঝুলছিল ফাঁস। কী করে এত কম উচ্চতায় কেউ আত্মঘাতী হতে পারেন বলে প্রশ্ন তুলেছেন তিনি। তাছাড়া সাগরের ফোনের লক কী করে খুলে গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই মর্মে জয়পুর থানায় হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিꩵবার।
পরিবারের দাবি, সাগরের সঙ্গে বৃহস্পতিবারও তাঁদের কথা হয়েছে। তাঁর আত্মহত্যা করার কোনও কারণ নেই। সাগরের সহপাঠীদের কথাতেও নানা অসঙ্গতি পাওয়া গিয়েছে। ওকে কেউ খুন করে ঝুলিয়ে দিয়ে থাকতে পারে। অভিযোগ অস্বীকার করে হস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে। সন্ধে থেকেই ছাত্রটি নিজের ঘরে ছিল। রাতে খেতে যায়নি। এর পর অন💟্যান্য আবাসিকরা তার খোঁজ শুরু করে। ঘরে গিয়ে দেখে, ঝুলন্ত অবস্থায় রয়েছে সে। যুবক কেন আত্মঘাতী হল তা জানা নেই। পরিবারের🍌 অভিযোগ পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।