গান স্যালুটে শেষ বিদায় নিহত বিএসএফ জওয়ানকে। দুর্ঘটনায় নিহত ওই জওয়ানের নাম জালালউদ্দিন শেখ। বিএসএফের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার গান স্যালুট দিয়ে তাঁকে শেষ বিদায় জানানো হয়েছে। মুর্শিদাবাদের বালিয়াহাটে মাঝরাতেই নিহত জওয়ানের দেহের সামনে গান স্যালুট জ𒁏ানানো হয়।
স্থানীয় সূত্রে খবর, জালালউদ্দিন শেখ ১৯৯৪ সাল থেকে বিএসএফে কর্💫মরত ছিলেন। গত ৯ জুলাই বড়ঞার শাবলপুর গ্রামে তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তার সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। তাঁর স্ত্রীও পড়ে যান। কিন্তু গুরুতর জখম হয়েছিলেন ওই বিএসএফ জওয়ান। এরপর প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতার নিউরো সায়েন্সেও ভর্তি করা হয় তাঁকে। এরপর মঙ্গলবার রাতে মৃত্যু হ♕য় তাঁর। তাঁর মৃত্য়ুতে শোকে ভেঙে পড়েন পরিবার পরিজনরা। গ্রামেও শোকের ছায়া।
রাজস্থানের ৮৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা, পদস্থ আধিকারিকরা গ্রামে আসেন। মাঝরাতে কফিনবন্দি দেহ গ্রামে আসে। ভেঙে পড়েন গ্রামবাসীরা। সদা হাস্য মানুষটি এভাবে চলে যাবেন ভাবতে 💛পারছেন না তাঁরা। বিএসএফ জওয়ানরা গান স্যালুট দিয়ে সম্মান জানান।
জালালউদ্দিনের স্ত্রী বলেন, আমি স্বামীর সঙ্গে যাচ্ছিলাম। আমাদের 🌳সামনে একজন চলে আসেন। দুজনেই পড়ে যাই। আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক ছিল। বিএস𒁏এফের লোকজন তদন্ত করছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, অত্যন্ত ভালো স্বভাবের ছিলেন ওই ব্যক্তি। ছুটিতে বাড়ি এসেছিলেন। কিন্তু এমন হয়ে যাবে কেউ বুঝতে পারেনি। শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথেই দুর্ঘটনা। অত্যন্ত মর্মাহত আমরা। আমরা গ্রামবাসীরা অত্যন্ত কষ্ট পাচ্ছি। আমরা ওই পরিবারের পাশে সবসময় থ༒াকব। তাঁর মাথায় আঘাত লেগেছিল। এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। শেষ শ্র🐲দ্ধা জানানোর জন্য ব্যাটেলিয়ন থেকে জওয়ানরা এসেছেন। তাঁরাই গান স্যালুট জানিয়েছেন।