এবার অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়াচ্ছে সিবিআই। একইসঙ্গে তাঁকে নিয়ে যাতায়াতের জন্য আরামদায়ক গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই আধিকারিকরা। তার পিছনে একাধিক কারণ আছে বলে সিবিআই সূত্রে 💟খবর। আর অনুব্রত মণ্ডলকে দেখলেই গরু চোর স্লোগান দিচ্ছেন কেউ কেউ। এমনকী তাঁর ঘেরাটোপের কাছে চলে আসছেন। তাই তাঁর বাড়ছে নিরাপত্তা।
গাড়ির বিষয়টি ঠিক কী? সিবিআই সূত্রে খবর, গত ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাঁকে আসানসোলের ইএসএল গেস্ট হাউসে নিয়ে আসা হয়। সেখান থেকে আসানসো🏅লে সিবিআইয়ের বিশেষ আদালতে আনা হয়েছিল। তখন ব্যবহার করা হয়েছিল একটি সাদা সুইফট ডিজায়ার গাড়ি। এরপর অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়ে আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। একই গাড়ি ব্যবহার করে। নিজাম প্যালেসে এসে কেষ্টর কোমরে প্রবল ব্যথা হয়।
তারপর ঠিক কী ঘটেছিল? নিজাম প্যালেস সূ♎ত্রে খবর, এরপর ২০ অগস্ট যখন আসানসোলের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়েছিল তখন ছ’টি গাড়ি ছিল অনুব্রতর নিরাপত্তায়। কুড়ি জন সিআরপিএফ জওয়ান ছিল। অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছ✃িল আরামদায়ক ইনোভা গাড়িতে। তাতে খানিকটা স্বস্তিতে ছিলেন তিনি। ভারী চেহারা হওয়🍸ায় বড় আরামদায়ক গাড়ি ছাড়া কষ্ট হচ্ছে এই তৃণমূল কংগ্রেস নেতার। তাই বড় গাড়ি ব্যবহার করার সিদ্ধান্তꦡ নেওয়া হয়েছে।