সিবিআইয়ের টিম আজ অনুব্রত মণ্ডলকে প্রায় দেড় ঘণ্টা জেলে জেরা করল। আজ, মঙ্গলবার আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়। সূত্রের খবর, এই জেরা পর্বে খুশি নন তদন্💝তকারীরা। এদিন সংশোধনাগার থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যম সিবিআই অফিসারকে প্রশ্ন করেন, ‘উনি কি তদন্তে সহযোগিতা করছেন?’ ওই অফিসার বলেন, ‘না’।
ঠিক কী ঘটেছে সংশোধনাগারে? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধন🎃াগারে প্রায় দেড় ঘণ্টা জেরা করা হয়। কিন্তু তাঁকে নানা প্রশ্ন করা হলেও তিনি সঠিক জবাব দেননি। তাই অনুব্রতর কাছ থেকে তদন্তে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এই রিপোর্টই আদ💝ালতে তুলে ধরবেন সিবিআই আধিকারিকরা বলে সূত্রের খবর। এমনকী নতুন কোনও আর্জি জানাতে পারে বলে মনে করা হচ্ছে।
জেরায় ঠিক কী উঠে এসেছে? সূত্রের খবর, বেলা ১২টা নাগꦗাদ সিবিআই অফিসাররা জেরা শুরু করেন। গরু পাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভ✃ট্টাচার্য–সহ চারজন আধিকারিক জেরা পর্বে ছিলেন। তবে ভিতরে ছিলেন একজন আধিকারিকই। বাকি তিনজন চলে যান বিশেষ সিবিআই আদালতে। সেখানে অনুব্রত মণ্ডলকে গরু পাচার নিয়ে প্রশ্ন করা হলে ফ্যালফ্যাল করে তাক⛄িয়ে থ𝓡াকেন। তাঁর এই সম্পত্তির উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। উত্তরে বলেন, ‘আমার বাড়ি বীরভূমে।’
আর কী জানা যাচ্ছে? আগামী ১ সেপ্টেম্বর সায়গল হোসেনকে আদালতে পেশ করা হবে। আর ৭ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হবে। তাই সায়গল হোসেনকেও আজ জেরা করা হয়। মিনিট ২০ তাঁকে জﷺেরা করা হয়। কিন্তু তদন্তে অনুব্রত মণ্ডলের সহযোগিতা পাচ্ছেন কি না বলে সিবিআই সূত্রে খবর। সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।