সিবিআইয়ের টিম আজ অনুব্রত🍃 মণ্ডলকে প্রায় দেড় ঘণ্টা জেলে জেরা করল। আজ, মঙ্গলবার আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়। সূত্রের খবর, এই জেরা পর্বে খুশি নন তদন্তকারীরা। এদিন সংশোধনাগার থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যম সিবিআই অফিসারকে প্রশ্ন করেন, ‘উনি কি তদন্তে সহযোগিতা করছেন?’ ওই অফিসার বলেন, ‘না’।
ঠিক কী ঘটেছে সংশোধনাগারে? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানস✨োল সংশোধনাগারে প্রা𓂃য় দেড় ঘণ্টা জেরা করা হয়। কিন্তু তাঁকে নানা প্রশ্ন করা হলেও তিনি সঠিক জবাব দেননি। তাই অনুব্রতর কাছ থেকে তদন্তে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এই রিপোর্টই আদালতে তুলে ধরবেন সিবিআই আধিকারিকরা বলে সূত্রের খবর। এমনকী নতুন কোনও আর্জি জানাতে পারে বলে মনে করা হচ্ছে।
জেরায় ঠিক কী উঠে এসেছে? সূত্রের খবর, বেলা ১২টা নাগাদ সিবিআই অফিসাররা জেরা শুরু করেন। গরಞু পাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য–সহ চারজন আধিকারিক জেরা পর্বে ছিলেন। তবে ভিতরে ছিলেন একজন আধিকারিকই। বাকি তিনজন চলে যান বিশেষ সিবিআই আদালতে। সেখানে অনুব্রত মণ্ডলকে গরু পাচার নিয়ে প্রশ্ন করা হলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। তাঁর এই সম্পত্তির উৎস সꦗম্পর্কে জিজ্ঞাস⛎া করা হয়। উত্তরে বলেন, ‘আমার বাড়ি বীরভূমে।’