সম্প্রতি 'এক দেশ এক রেশন কার্ড' ব্যবস্থা চালু করেছে𓆏 কেন্দ্র। এবার খাদ্য বণ্টন-সহ সামগ্রিক রেশন ব্যবস্থার নিয়মিত নজরদারি রাখতে রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল মোদী সরকার।
১৭ জানুয়ারি 'কন্ট্রোল অর্ডার'-এ জানানো হয়েছে, কোন রেশন ডিলার কতটা খাদ্যসামগ্রী পেয়েছেন এবং কতটা খাদ্যসামগ্রী তিনি বণ্টন করছেন ত♋ার নিয়মিত আপডেট পাঠাতে হবে কেন্দ্রকে। রাজ্যের খাদ্য দফতরকে এই আপডেট পাঠাতে হবে।
এছাড়া গ্রꦕাহকের মৃত্যু হওয়ার পর 🎃তার রেশ কার্ড বাতিল হলে, সেই তথ্য জানাতে হবে কেন্দ্রক। আবার নতুন কোনও কার্ড তৈরি হলে সেই তথ্যও কেন্দ্রকে পাঠাবে রাজ্য।
তবে এই নির্দেশিকা নিয়ে খুব একটা চিন্তিত নয় রাজ্য। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সংবা🌜দমাধ্যমকে বলেন, 'বরꦡ্তমানে রেশন ব্যবস্থার সব কাজই অনলাইনে হয়। তাই সবটা স্বচ্ছ। তথ্য আলাদা করে দেখানোরও কিছু নেই। চাই কেন্দ্র চাইলেই দেখতে পারে। ' এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী আরও বলেন, 'তবে অনেক রাজ্য এই ব্যবস্থা নেই। তাদের জন্যই বোধহয় এই নির্দেশিকা। '
মোদী সরকার 'এক দেশ এক রেশন কার্ড' ব্যবস্থা চালু করেছে। এর ফলে দেশের কোনও জায়গায় আধার নম্বরের বায়োমেট্রিক 🔥যাচাই করিয়ে রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী নেওয়া যাবে। এই ব্যবস্থায় কোনও ডিলার খাদ্যসামগ্রী দিতেও অস্বীকার করতে পারেন না।
পড়ুন। বাংলায় দুর্নীতির তদন্তরত ৩ CBI অফিসার পাচ্ছেন রাষ্ট্রপতির পুলিꩵশ পদক
🥃জানা গিয়েছে, সব রেশন দোকানে যাতে পর্যাপ্ত খাদ্যসমগ্রী থাকে সে দিকে রাজ্যকে নজর দিতে হবে। রেশন দোকানের খাদ্যবণ্টন-সহ যাবতীয় রিপোর্ট অনলাইনে পাঠাতে হবে।
খাদ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, 'আমাদের নতুন করে জানানোর কিছু নেই। সব অনলাইনে কেন্দ্রকে 𓂃নিয়মিত জানানো হয়। ফলে আমাদের কাজ নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা 🌼নেই।'
রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রের এই নির্দেশকে স্বাগত জানানো হয়েছে। গেরুয়া শিবিরের🉐 ꦇকথায়, গত ১০ বছরে রেশনে যা চুরি হয়েছে,তা ধারণার বাইরে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে গরীব মানুষ উপকৃত হবেন।
প্রসঙ্গত, রেশন দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি প্রাক্তন খাদ্যমন🥃্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । একই মামলায় গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানকে খুঁজছে ইডি। এই পরিস্থিতে কেন্দ্রে নির্দেশিকা তাৎপর্যপূর্ণ।