বাংলার জন্য নিঃসন্দেহে অত্যন্ত খুশির খবর। চিত্তরঞ্জন রেল কারখানায় এবার তৈরি হবে অমৃত ভারত ট্রেনের ইঞ্জিন। অমৃত ভারত ট্রেন। বন্দে ভার🔜তের মতো অতটা বিলাসবহুল না হলেও এই ট্রেনের গতিবেগও কম কিছু নয়। এবার এই ট্রেনে যে ইঞ্জিন ব্যবহার করা হবে সেটাই তৈরি হবে বাংলার চিত্তরঞ্জন রেল কারখানায়। আসানসোলের এই রেল কারখানায় এবার চরম ব্যস্ততা। সময়ের মধ্য়ে এই ইঞ্জিনের ডেলিভারি দিতে হবে। সেকারণে দ্রুত☂ গতিতে কাজ চলছে।
প্রাথমিকভাবে ১০০টি ইঞ্জিন এই কারখানায় তৈরি করা হবে। তার প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে। অনেকটা বন্দে ভারতের মতোই এই ইঞ্জিন। বন্দে ভারতের ইঞ্জিনে যে সমস্ত কারিগরি বিষয়গুলি রয়েছে এই ইঞ্জিনেও সেই ধরনের ব্যবস্থা রয়েছে।
চলতি আর্থিক বছরে প্রায় ৭০০টি ইঞ্জিন তৈরির টার্গেট নেওয়া হয়েছে। তার মধ্য়ে ১০০টি ইঞ্জিনই হল অমৃত ভারতের ইঞ্জিন। বাকি ইঞ্জিনগুলি অন্য় ট্রেᩚᩚᩚᩚᩚ💎ᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনের। সেই ট্রেনের ইঞ্জিনও তৈরি হচ্ছে এই রেল কারখানায়। বাংলার জন্য় এটা অত্যন্ত গর্বের খবর।
এই ইঞ্জিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল একজন চালক একই সঙ্গে দুটি ইঞ্জিনকে পরিচালিত করতে পারবেন। এই ইঞ্জিনের গতি খুব দ্ﷺরুত বাড়তেꦏ পারে। আবার প্রয়োজনে চালক খুব দ্রুত এর গতি কমিয়ে এই ইঞ্জিনকে একেবারে থামিয়ে দিতে পারবেন।
তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল বন্দে ভারত ট্রেনের ইঞ্জিনে যে সমস্ত উন্নত ব্যাপারগুলি থা🌄কে সেই ধরনের বিষয় এই ইঞ্জিনেও থাকবে। এই ইঞ্জিন🍌গুলি ১০ হাজার অশ্বশক্তি ক্ষমতাসম্পন্ন। ট্রেনের সামনে ও পেছনে একটি করে ইঞ্জিন থাকবে। প্রচন্ড গতিতে ছুটবে ট্রেন। সুরক্ষার যাবতীয় ব্যবস্থাও করা থাকবে এই ইঞ্জিনে।