রাত পোহালেই বড়দিনের উৎসব। এই উপলক্ষে মানুষের ঢল নামবে মহানগরের বিভিন্ন দর্শনীয় স🔯্থান এবং গির্জাগুলিগুলিতে। এরইমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে নতুন করে বাড়বাড়ন্ত শুরু করেছে করোনা। ভারতে এখনও পর্যন্ত কোভিডের বাড়বাড়ন্ত দেখা না গেলেও আগেভাগেই সতর্ক থাকতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। বড়দিনে গির্জাগুলিতে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। এর জন্য গির্জাগুলিকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওཧয়া হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজারের ব্যবস্থা করার পাশাপাশি গির্জাগুলিতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সেই মতোই গির্জাগুলির তরফে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার জন্য আর্জি জানানো হয়েছে। পাশাপাশি বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড়♏ এড়ানোর পরামর্শ দিয়েছেন গির্জার প্রধানরা। বউ বারাকের বড়দিনের উৎসব অনুষ্ঠানের আয়োজকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পড়া প্রভৃতি কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন। মানিক তলার ডাফ চার্চের ফাদার বিশ্বজিৎ বিশ্বাস জানান, ‘বড়দিনের আগে আমরা গির্জা স্যানিটাইজ করব। গির্জার ভিতরে যারা বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’
আরএন মুখার্জি রোডের ওল্ড মিশন চার্চের সদস্যদেরও কর্তৃপক্ষ কোভিড বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন। চার্চের এক প্রতিনিধি জানান, ‘আমাদের অনেক সদস্য প্রবীণ নাগরিক এবং আমরা সকলকেই কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছি।’ সেন্ট জন চার্চ এবং সেন্ট অ༒্যান্ড্রু চার্চ কর্তৃপক্ষও সদস্যদের কোভিড বিধি সম্পর্কে অবহিত করেছে। সেন্ট অ্যান্ড্রু'স চার্চের একজন প্রতিন☂িধি বলেছেন, ‘আমাদের গির্জাটি বড় এবং অনেক জায়গা রয়েছে। তাই সামাজিক দূরত্ব মেনে চলতে সমস্যা হবে না।’