শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বঙ্গভঙ্গ নয়। আর সেই মঞ্চেই উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। মমতার সঙ্গে সৌজন্য় সাক্ষাৎও করেন তিনি। আর মঞ্চ থেকে নেমেই সংবাদমাধ্যমের সামনে তিনি ജজানিয়ে দিলেন, কোচবিহার পশ্চিমবঙ্গের মধ্যে নয়।
প্রসঙ্গত ভারতভুক্তি চুক্তি মোতাবেক পৃথকꦺ রাজ্যের দাবিতে দীর্ঘ আন্দোলন চালায় গ্রেটার কোচবিহার। মমতার মঞ্চে যোগদান করেও সেই অবস্থান থেকে এতটুকু সরলেন না তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। তবে ইদানিং তৃণমূলের একাংশ তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টা করেন। তবে পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের পৃথক রাজ্য়ের দাবিতে সুর চড়ালেন গ্রেটার নেতা।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শেষ হওয়ার পরে অনন্ত মহারাজকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি বিজয়ার অনুষ্ঠানে অংশ নিয়েছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য় সাক্ষাৎকার হয়েছে। মুখ্য়মন্ত্রী জানেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানে, রাজনৈতিক দলগুলি জানে। মুখ্য়মন্ত্রী পুজো উপলক্ষে আমন্ত্রণ করেছিলেন। রাজনৈতিক আলোচনার জন্য় বলেননি। উনি বলছেন বঙ্গভঙ্গ হতে দেবেন না। আমরাও তো বঙ্গভঙ্গের কথা বলছি না। আমাদের কোচবিহারকে রিফর্মেশন করতে চাই। আপনারাই বলুন কোচবিহার কোথায় আর ওয়েস্ট বেঙ্গল কোথায়? কোচবিহার প😼শ্চিমবঙ্গের সঙ্গে নয়♓। কোচবিহার পশ্চিমবঙ্গের বাইরে। কোচবিহার আলাদা। আমার কাছে প্রমাণ আছে। সরকারকে করতে হবে। ভারত সরকার করতে চাইছে। সটওান জানিয়ে দিলেন গ্রেটার নেতা।