জুলাই মাসের প্রথম থেকেই করোনা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। তার সঙ্গেই বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে তবে কি ফের হাসপাতালে ভিড় বাড়বে করোনা রোগীদের? এসবের মধ্য়েই এবার উত্🅷তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিল। সূত্রের খবর দলে দলে করোনার উপসর্গ ও জ্বর থাকলেই যাতে হাসপাতালে চলে না আসেন তার জন্য় আগাম সতর্ক করল হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নেওয়া নয়। এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। কারণ বিশেষজ্ঞদের দাবি, করোনার আতঙ্কে জ্বর এলেই যদি দলে দলে হাসপাতালে ভর্তি হয়ে যান তবে ভিড় বাড়তে পারে হাসপাাতালে। সেক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাড়িতে থেকেও অ🌜নেকেই সুস্থ হয়ে উঠতে পারেন।
বলা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া 🐎হাসপাতালে ভর্তি করা হবে না। তবে কারা ভর্তি হতে পারবেন হাসপাতা𝐆লে? উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ💟 হাসপাতাল সূত্রে খবর, ২দিন জ্বর, কাশি শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, কো- মর্বিডিটি থাকলে তবেই হাসপাতালে ভর্তি নেওয়া হবে। মূলত রোগীর চাপ যাতে আচমকা না বেড়ে যায় সেকারনেই এই সিদ্ধান্ত। পাশাপাশি অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নীচে থাকলে সেই রোগী💎কে হাসপাতালে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে শুধু করোনা হলেই হাসপাতালে ভর্তি হওয়া যাবে তা নয়।