মর্মান্তিক দুর্ঘটনা। সাতসকালে ঘটে গেল বড় সর বিপদ। পুকুরের জলে তলিয়ে গেল দুই শিশু। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই শিশুর পরিবারে। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরে বাসুদেবখালি নিমতলা এলাকার। দুই শিশুর প্রাণ যে এভাবে অকালে ঝরে যাবে তা কেউই ভাবতে পারেননি। শিশুর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। কিভাবে এ ঘটনা ঘটলো তা কেউই বলতে পারছেন না।দুই শিশুর পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনকার মতো আজ বুধবার সকালেও তারা খেলতে বেরিয়েছিল। বাড়ির পাশেই তারা খেলেছিল। কিন্তু, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় দুই শিশুর পরিবার তন্নতন্ন করে গোটা গ্রাম খুঁজে বেড়ায়। এদিকে, শিশুদের খুঁজে না পাওয়ায় ক্রমেই দুশ্চিন্তা গ্রাস করতে থাকে তাদের পরিবারের সদস্যদের। শেষে কোথাও হদিস না পেয়ে থানায় গিয়ে নিখোঁজের ডায়েরি করেন দুই শিশুর পরিবারের সদস্যরা। পরে আজ দুপুরে বাড়ির পাশে থাকা পুকুর থেকে হঠাৎই তাদের দুজনের দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দুজনকে ভেসে থাকতে দেখে দ্রুত স্থানীয়রা দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাপাতালে পৌঁছালে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে, তাদের শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে পুলিশের অনুমান, তারা খেলতে খেলতেই কোনওভাবে পুকুরে পড়ে গিয়েছিল। সাঁতার না জানায় তাদের ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই এ বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, মুর্শিদাবাদে এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সিড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছিল ৮ বছরের এক বালকের।