সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তবে সাগরদিঘিতে ভোটে হারার পর বড় মাসুল গুনলেন তিনি।গত সোমবারই সাগরদিঘি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে ফিরে তিনি গিয়েছেন বীরভূমে। আর মুর্শিদাবাদ থেকে বের হওয়ার পরেই ব্লক সভাপতির পদ খোয়ালেন দেবাশিস। কার্যত হেরে যাওয়ার পরে বড় মূল্য দিতে হল তাঁকে। তবে দেবাশিস বౠন্দ্যোপাধ্যায়ের আরও একটি পরিচয় রয়েছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। তাঁকেই এবার পদ থেকে সরিয়ে দেওয়া হল। তবে কি দেবাশিসের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না অভিষেক? সেকারণেই তাঁর উপর এভাবে কোপ পড়ল?
এবার সাগরদিঘি উপনির্বাচনে মর্যাদার লড়াইতে হেরে যান দেবাশিস। বাম-কংগ্রেস জোটের কাছে শোচনীয় পরাজয় হয় তৃণমূল প্রার্থীর। এদিকে ভোটের আগে অনেকেই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামেই হয়তো তৃণমূল সাগরদিঘি আসনটি জিতে যাবে। কিন্তু বাস♈্তবে সেটা হল না। এদিকে এবার উপনির্বাচনে সাগরদিঘিতে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তাতেও কাজের ক🥂াজ কিছু হয়নি।
এবার পদ গেল খোদ তৃণমূল নেত্রীর আত্মীয়ের। তবে দল সূত্রে খবর, ব্লক সভাপতির পদ𒁃 গেল🍷েও তাঁকে আগামীতে জেলা স্তরে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। এদিকে সেই পদে আনা হয়েছে সংখ্যালঘু পরিবারের সদস্য শামসুল হুদা।
রাজনৈতিক প🥀র্যবেক্ষকদের মতে, একটা সময় দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল দল। এরপর তিনি ফের দলে ফিরে এসেছিলেন। এমনকী প্রার্থী পদও জোগাড় করে ফেলেন। কিন্তু ভোটে পরাজিত হওয়ার পর থেকেই তিনি দলের ওপরমহলের চক্ষুশূল হয়ে যান। আর মুর্শিদাবাদে নবজোয়ার কর্মসূচিতে গিয়ে কি দেবাশিসের বিরুদ্ধে রিপোর্ট পেয়েছ🐼িলেন অভিষেক? তার জেরেই এবার পদ খোয়াতে হল।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে দেবাশিস বন্দ্যোপাধ্য়ায়ের। সম্পর্কের 𒉰সূত্র ধরে তিনি মমতার ভাই। দেবাশিসের বাবা হলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। মমতার মা গায়ত্রী দেবী হলেন সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়ের পিসতুতো দিদি। সেই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে দেবাশিস বন্দ্যোপাধ্য়ায়ের। কিন্তু খোদ মমতার সঙ্গে যাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে তিনিও এবার সাগরদিঘিতে বিশেষ দাগ কাটতে পারেননি। কার্যত এই বাজারে নাম ডুবেছে তৃণমূলের। আর তারই মাসুল গুনলেন দেবাশিস।