বাড়ির ছেলে অথবা, মেয়ে। রাতদিন দুলে দুলে পড়েই যাচ্ছে। কখনও রাত দিন এক করে পড়ছে। মানে পড়াতে কোনও খামতি রাখছে, তেমনটা নয়। কিন্তু পরীক্ষার♑ খাতায় যেন তার বিশেষ কোনও প্রতিফলন হচ্ছে না। তবে এবার তাদের জন্য়ই বিশেষ ধরনের টিপস দিয়েছে মাধ্যমিকে প্রথম স্থানাধ𒁏িকারী চন্দ্রচূড় সেন।
চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সে। কোচবিহার রামভোলা হাইস্কুলে𝔍র ছাত্র। কোচবিহার শহরেই রয়েছে এই স্কুল। সেই স্কুলেরই ছাত্র চন্দ্রচূড়। তার সাফল্যে গর্বিত গোটা কোচবিহার। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। কিন্তু কীভাবে নিজেকে তৈরি করেছিল সে?
প্রথম স্থানাধিকারী সংবাদমাধ্যমে জানিয়েছে, করোনা অতিমারির সা♔ক্ষী থেকেছি আমরা। সেই সময় স্কুলমুখী হওয়ার প্রবণতা কিছুটা কমে গিয়েছিল। তবে ধীরে ধীরে পড়ুয়ারা স্কুলে গিয়েছে। তবে আমি বলতে চাই এই সাফল্যের পেছনে সকলেরই ভূমিকা রয়েছে। আমি সকলের সঙ্গে সেই সাফল্য ভাগ করে নিতে চাই।