তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে এর আগে ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি । এবার ১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। এর মধ্যে টাকা এবং সম্পত্তিও রয়েছে। এরই মধ্যে আবার শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত 🤡অভিযোগ শুনতে সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প করেছে সিবিআই।
শেখ শাহাজাহান ও তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। দুর্নীতির মাধ্যমে আয় করার টাকা দিয়ে যে সম্পত্তি কেনা হয়েছে এবং যে টাকা ব্যাঙ্কে রাথা হয়েছে সে সবই বাজেয়াপ্ত করা হয়েছে। শাহজাহꦡানের পাশাপাশি তাঁর ভাই আলমগিরেরও সম্পত্তি ๊বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগে গত ৫ মার্চ ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এবার সেই পরিমাণ আরও বড়ল। বাজেয়াপ্ত করা স্থাবর সম্পত্তির মধ্য কলকাতায় কেনা ফ্ল্যাট, জমি𝕴, মাছের ভেড়িও রয়েছে বলে ইডি সূত্রে জান♏া গিয়েছে।
আরও পড়ুন। নতুন করে পুলিশি পদক্☂ষেপে না, হাইকোর্টে স্বস্তি পেলেন সন্দেশখালির জেলবন্দি পিয়ালি
সন্দেশখালি অস্থায়ী ক্যাম্প
শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে ওঠা জমি দখল ও অন্যান্য অভিযোগ শুনতে সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প করল সিবিআই। তাদের যে অভিযোগগুলি জমা পড়েছে সেগুলির তদন্ত ওই ক্যাম্প থেকেই করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া আরও🌃 নতুন নতুন অভিযোগ উঠছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। সেই অভিযোগ নেওয়া হবে অস্থায়ী ক্য়াম্প অফিসে।
ইতিমধ্যে সিবিআই অধিকারিকরা কলকাতা থেকে সন্দেশখালি গিয়ে পৌঁছেছেন। সেখানে তাঁর অভিযোগকারীদের সঙ্গে কথা বলবেন। তবে ইমেলের মাধ্যমে অভিযোগ নেওয়া বন্ধ হচ্ছে না বলে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন। গ্রামের মানুষ যা💃তে 🎃সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারেন মূলত সেই জন্য এই অস্থায়ী ক্যাম্প বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন। 'সিবিআইয়ের কাছে যা💦ন', সন্দেশখালি নিয়ে টিবরেওয়ালের জরুরি শুনানির আর্জি খারিজ করল হাইকোর্ট
হাইকোর্টের নির্দেশ
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সন্দেশখালি সংক্রান্ত মামলায় কলকা꧋তা হাইকোর্টে ইডিকে একটি পোর্টাল খুলতে বলে। যে পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ ༒জানাতে পারবেন। এই বিষয়টি রাজ্য সরকারকেই সন্দেশখালির মানুষকে জানাতে হবে।
হাইকোর্টে নির্দেশের পর একাধিকবা൲র সিবিআই আধিকারিকরা সন্দেশখালি গিয়েছে। তাঁরা অভিযোগকারীদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু অনেকে পোর্টালে অভিযোগ জানানো সংক্রান্ত বিয়য়ে সড়গডไ় নন। তাই অস্থায়ী ক্যাম্প করে মানুষের অভিযোগ শুনবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।