রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নিরাপত্তা বৃদ্ধি করল রাজ্য সরকার। তাঁর বাড়িতেও সর্বক্ষণের জন্য পুলিশ পাহারা বসানো হয়েছে। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী তাঁকে বিধানসভায় দাঁড়িয়ে হুমকি দিয়েছেন। বাড়িতে ইডি পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্য সরকারে এক্ষেত্রে প্রয়োজন মনে করছে সেকারণে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী ইডি পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে এই অভিযোগ তুলে এদিন রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিলও বের করে তৃণমূল।তবে এবার বিজেপির টিকিটেই জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তখন তৃণমূল নেতৃত্ব কৃষ্ণ কল্যাণীর আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ তুলে পর এক তোপ দাগতেন। তৎকালীন সময়ে কৃষ্ণ কল্যাণী শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পরে তিনি ভোটের জেতার দুমাস পর থেকেই বেসুরো গাইতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি তৃণমূলে যোগ দেন। আর এবার সেই বিধায়কের অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে বিধানসভায় হুমকি দিয়েছেন।বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, সকলের সামনেই ঘটনাটি হয়েছে। শুভেন্দু অধিকারী আমায় হুমকি দেন। তিনি নাকি বাড়িতে ইডি পাঠাবেন। এই হুমকি, চমকাচমকি দেখে রাজ্য সরকার বুঝেছে, সুরক্ষা দেওয়া দরকার। আমি শুধু তাঁকে বলেছিলাম, সদনটাকে ঠিক করে চালাতে দিন। আমরা নতুন বিধায়ক হয়েছি। আমরা কিছু শিখতে চাই। কিন্তু তিনি একথা না শুনে হুমকি দেন।