বৃষ্টির মধ্যে হুকিং করতে গিয়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুসহ একই পরিবারের ৪ জনের। ঘটনা শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির গজলডোবার টিকিমারি এ🎐লাকার। শুক্রবার সন্ধ্যায় হুকিং করতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি হয় তাঁদের। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।
আরও পড়ুন - ভিত্তিহীন অভিযোগ, কী করে সরাব, OS🐬D-র নামে অভিষেক থানায় নালিশ ꧒করতেই ফোঁস হাকিমের
পড়তে থাকুন - ‘আমি ব্লাড রিলেশনদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না’, 🐼গ্রামের বাড়িতে এসে বিস্ফোরক অনু🧔ব্রত
জানা গিয়েছে গজলডোবার ভোরের আলো প্রকল্পের কাছে টিকিমারি গ্রামের বাসিন্দা মিঠুন দাস (৩৫) শুক্রবার সন্ধ্যায় মাঠ থেকে গরু এনে গোয়ালে ঢোকাচ্ছিলেন। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে পাশের বাড়ি থেকে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিচ্ছিলেন মিঠুনবাবুর বাবা পরেশ দাস (৮০)। সেই সময় তার ছিঁড়ে একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়। গর🍃ুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পরেশবাবু। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্💯ত্রী দীপালি দাস (৭০), মা বাবাকে বাঁচাতে যান মিঠুনবাবু। তখন তাঁর কোলে ছিল ৩ বছরের ভাগ্নে সুব্রত অধিকারী। তড়িদাহত হয়ে তাঁদেরও মৃত্যু হয়।
তাঁদে๊র আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ৪ জনকে হাসপাতালে পাঠান তাঁরা। সবাইকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় বিজেপি নেতা বলেন, ‘ঘটনার কথা শুনে পরেশবাবুর বাড়িতে ছুটে যাই। দেখি বৃষ্টির মধ্যে ৪ জনের দেহ উঠোনে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখা যায় না। বৃষ্টির মধ্যে হুকিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মানুষকে হুকিং সম্পর্কে সচেতন করা হলেও অনেকে শোনে না। তার চরম মূল্য দিতেꦿ হল পরিবারটিকে।’
আরও পড়ুন - ১ কিউসেক মানে কত ক্যুইন্টাল, জানেন কি?
ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত জানান, ‘মর🍎্মান্তিক ঘটনা। ৪টি দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।’