Elephant Fight in Jaldapara: দুই দাঁতালের লড়াই জলদাপাড়ার জঙ্গলে, কোমর ভেঙে পড়েছিল হলং নদীর ধারে Updated: 11 Feb 2024, 09:40 PM IST Satyen Pal Share দুই হাতির লড়াই বলে কথা। বন কাঁপিয়ে লড়াই। তারপর যা হল জানলে অবাক হয়ে যাবেন। 1/4দুই দাঁতাল হাতির লড়াই। কখনও হয় এলাকা দখলের জন্য, কখনও আবার স্ত্রী হাতি কার অধীনে থাকবে তার জন্য। আর তেমন লড়াই ফের হল জলদাপাড়ার তিতির জঙ্গলে। দুই দাঁতাল হাতির মধ্য়ে লড়াইয়ের জেরে একটি হাতির কোমর ভেঙে যায় বলে খবর। হলং নদীর ধারে পড়েছিল জখম হাতিটি। এদিকে হাতির লড়াইকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় বনদফতরের অন্দরে। প্রতীকী ছবি (HT_PRINT) 2/4তবে কী কারণে এই দুটি হাতির মধ্য়ে লড়াই হয়েছে তা জানার চেষ্টা করছে বনদফতরের কর্তারা। তবে ওয়াকিবহাল মহলের মতে, একই জঙ্গলের মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী হাতি থাকার ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে। প্রতীকী ছবি (HT_PRINT) 3/4দুই দাঁতালের মধ্য়ে লড়াই বেঁধে যায়। যার জেরে দুই হাতির মধ্য়ে প্রবল সংঘর্ষ বাঁধে। একটা হাতি মারাত্মকভাবে জখম হয়। অপর হাতিটির কোমর ভেঙে যায়। প্রতীকী ছবি (HT_PRINT) 4/4আপাতত ওই জখম হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে উত্তরের জঙ্গলে হাতির লড়াই নতুন কিছু নয়। মাঝেমধ্যেই হাতির লড়াইয়ের কথা শোনা যায়। এমনকী একাধিক ক্ষেত্রে দেখা যায় পরাজিত হাতি একেবারে এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু এবার আর এলাকা ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি নেই ওই জখম হাতির। নদীর পাড়েই পড়ে থাকল জখম হাতি। (AFP) (HT_PRINT) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি