ডেভিল ক্রাশার বাইকার্স অ্য়াসোসিয়েশন। বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, ইলামবাজার সাঁইথিয়া, মহম্মদবাজার, সিউড়ি, দুবরজারপুরে বাইক চালকদের নিয়ে তৈরি এই অ্যাসোসিয়েশন। মনের আনন্দে বাইক চালান তাঁরা। বাইক নিয়ে লংড্রাইভ। কিন্তু তাদের সংগঠনের একটা নিয়ম খুব কড়াকড়ি। হেলমেট ছাড়া বাইক চালালেই একেবারে কড়়া ফাইন। আর পুলিশ নয় সেই ফাইনের টাকা অ্য়াসোসিয়েশনের সদস্যদের কাছ থেকে স♓ংগঠনের তরফ থেকেই আদায় করা হয়। তবে সেই জরিমানার টাকা দিয়ে সামাজিক নানা কাজে ব্যয় করেন সংগঠনের সদস্যরা। এতেই আনন্দ। এই যেমন গত একবছর ধরে হেলমেট না পরার জরিমানা বাবদ আদায় হয়েছিল প্রায় সাত হাজার টাকা। সেই টাকা দিয়েই অনাথ শিশুদের হাতে তারা তুলে দিয়েছেন বিরিয়ানির প্যাকেট। আর সেই প্য়াকেট পাওয়ার পর অনাথ শিশুদের মুখে যে হাসি, তা এককথায় অমূল্য।
সংগঠন সূত্রে খবর, হেলমেট না পরে বাইক চালালে নির্দিষ্ট পরিমাণ জরিমানা করা হয়।সংগঠনের কাউকে হেলমেট ছাড়া দেখা গেলেই ছবি তুলে তা হোয়াটস অ্যাপ গ্রুপে পাঠিয়ে দেও🌊য়া হয়। এরপর তাদের কাছ থেকে জরিমানা দাবি করা হয়। মূলত হেলমেট পরা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য় এই বিশেষ উদ্যোগ। অ্য়াসোসিয়েশনের সাধারণ সদস্যদের কাছ থেকে ১০০ টাকা, পরিচালন সমিতির সদস্যদের কাছ থেকে ২৫০টাকা, সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায়ের নিয়ম রয়েছে। বছরভর এই নিয়ম পালন করা হয়। এবার সেই জরিমানার 💯টাকা থেকেই রায়পুর সুপুর মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের ৬০জন অনাথ শিশুকে বিরিয়ানি উপহার দিয়েছে সংগঠন।