মাধ্যমিক পরীক্ষায় যাতে ভালো ফল করতে না পারে তার জন্য এক পরীক্ষার্থীর ডান হাত অ্যাসিড দিয়ꦐে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের বন্ধুদের বিরুদ্ধে। পরীক্ষা শুরুর দু'দিন আগে বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত পরীক্ষার্থীকে প্๊রথমে নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়। পরে তাকে স্থানান্তরিত করা হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে, রাইটার নিয়ে সে পরীক্ষা দিচ্ছে।
গত ২১ নভেম্বর রাতে পরীক্ষার্থীটি যখন দোতলার ঘরে বসে পড়ছিল, সেই সময় এক স্কুলের বন্ধু তাকে নীচে ডাকে। নীচে আসতেই বন্ধুটি বলে, তার জন্য একটি উপহার আছে। উপহার নেওয়ার জন্য হাত বাড়াতেই তার ডান হাতে উপর অ্যাসিড ঢেলে দিয়ে এক ব্যক্তির সঙ্গে বাইকে করে পালিয়ে যায়। যাওয়ার সময় তেজহাটি জে এম হাইস্কুলের ছাত্রী ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে একটা চিঠিও দিয়ে যায় ছেলেটি। তাতে লেখা, 'মাধ্যমিকের মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে থাকতে চেয়েছিলি না। তোর সেই ইচ্ছা আমরা পূরণ হতে দেব না।' এর পর মেয়েটির স্কুলের তিন বন্ধুর নাম উল্লেখ করে𝓰 লেখা হয়েছে,'এরাই হাইয়েস্ট পাবে।'
অ্যাসিডে হাত পুড়ে গিয়ে তীব্র জ্বালা করায় তাকে প্রথমে নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রামপুর⛄হাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে মেয়েটি। এ ব্যাপারে তার স্কুলের শিক্ষিকারা যথেষ্ট সাহায্য করেছে বলে জানিয়েছে সে। বিষয়টি জানিয়ে কোনও নাম উল্লেখ না করে নলহাটি একটি অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে অন্য কোনও কার🌳ণ আছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ।