বোর্ড গঠন করতে জয়ী বিজেপি প্রার্থীদের কিনতে টাকা নিয়ে এলাকায় ঢুকে 🃏ব্যাপক মার খেলেন তৃণমূল নেতা। শুক্রবার সন্ধ্যায় ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ধৃত অসিত গোস্বামী তাঁদের সংগঠনের কোনও পদে নেই বলে দায় ঝেড়েছে তৃণমূল। ওদিকে বিজেপির দাবি, সন্ত্রা✅স ও ঘোড়া কেনাবেচা করে বোর্ড গড়তে চাইছে তৃণমূল।
ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ২১টি আসনের মধ্যে ১০টি করে আসন জিতেছে তৃণমূল ও বিজেপি। ১টি আসনে জিতেছেন বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী। অভিযোগ, গত প্রায় ১ সপ্তাহ ধরে বিজেপির জয়ী প্রার্থীদের ভয় ও প্রলোভন দেখাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা অসিত গোস্বামী। টাকার বিনিময়ে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিচ্ছেন তিনি ও তাঁর শাগরেদরা। শুক্রবার সন্ধ্যায় নগদ নিয়ে জয়ী নির্দল ও বিজেপি প্রার্থীদের কিনতে গ্রামে ঢোকেন তিনি। খবর পেয়ে গ্রাম꧋বাসীরা বেরিয়ে এসে তাঁকে ঘꦜিরে ধরেন। এর পর খুঁটিতে বেঁধে তাকে মারধর করে উত্তেজিত জনতা।
বিজেপির অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর বেশ কয়েকদিন আত্মগোপন করে ছিলেন বিজেপি প্রার্থীরা। তাঁরা বাড়ি ফিরতেই শুরু হয়েছে অত্যাচার। লাগাতার ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা অসিত গোস্বামী। টাকার বিনিময়ে দলবদলের প্রলোভন দিচ্ছেন তিনি। শুক্রবার টাকার থলে নিয়ে তিনি গ্রামে ঢুকলে গ্রামব⭕াসীরা তাঁকে ধরে ফেলেন। এর পর তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজি বলেন, উনি কোথাকার তৃণমূল নেতা জানি না। দলের কোন পদে রয়েছেন তাও আমা⛄র জানা নেই। কেউ ব্যক্তিগতভাবে এসব করলে দল তাঁর দায় নেবে না।