হাতে লেখা নয় এ বার সরকারি হাসপাতালে মিলবে টাইপ করা প্রেসক্রিপশন। খুব শীঘ্রই রাজ্যের সব সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ই-প𒉰্রেসক্রিপশন চালু হবে। প্রꦰথম দফায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই ব্যবস্থা চালু করা হবে। তার পর ধাপে ধাপে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ই-প্রেসক্রিপশন চালু করা হবে।
রাজ্যে ৯০০-র বেশি প্রথামিক স্বাস্থ্য কেন্দ্রে এই ব্যবস্থা চালুর জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য দফতর থেকে এ কাজের জন্য নোডাল অফিসার বাছাই করতে বলেছে জেলাগুলিকে। এক স্বাস্থ্য আধিকারিক বলেন,'আমরা ই-প্ꦦরেসক্রিপশন চালু করার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি হেলথ ইউনিট চালু বেছে নিয়েছি। প্রয়োজনীয় হার্ডওয়্যারও পাঠানোও শুরু হয়ে গিয়েছে।'
( পড়তে পারেন।ফারাক্কা নিয়ে ফের কেন্꧅দ্রকে তোপ মমতার, সামশেরগঞ্জে ভাঙন দেখে বরাদ্দ ১০০ কোটি
চিহ্নিত স্বাস্থ্যকেন্দ্রগুলিকে বলা হয়েছে আগামী ৩০ জুনের মধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ফেলতে। এর পর স্বাস্থ্য দফতরের আইটি সেল এ নি✱য়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে, এই পদ্ধতিতে প্রেসক্রিশন তৈরি করা হলে রোগীর সম্পর্কে সমস্ত তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। প্রয়োজনে তা পরে ব্যবহারও করা যাবে।
কলকাতার🔥 অধিকাংশ বেসরকারি হাসপাতাল ই-প্রেসক্রিপশন চালু করেছে। এসএসকেএম𝐆-র গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ ই-প্রেসিক্রশন দেয়। এ ছাড়া হাওড়ার কয়েকটি সরকারি হাসপাতালে এই সুবিধা চালু হয়েছে।
(পড়তে পারেন। পড়ুয়াদের উপ♎স্থিত সংক্রান্ত নথি চেয়ে পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ)