সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নাতি ও নাতবউয়ের হাতে খুন হলেন ঠাকুমা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার বালি উত্তর ঘোষপাড়ায়। নিহতের নাম মিনতি দত্ত। ﷽শনিবার সকালে তাঁকে নাতি ও নাতবউ মিলে খুন করে বলে দাবি ভাড়াটে ও প্রতিবেশীদের। দেহ উদ্ধার করেছে পুলিশ। নাতি বিশ্বজিৎ দত্ত ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - হিন্দু ভোট BJPর ঝুলিতে যাওয়��াতেই হার, দিল্ল🍬ি যাওয়ার আগে মুখ খুললেন অধীর
পড়তে থাকুন - নিজের ওয়ার্ডে দলের ফল আশানুরুপ না হওয়ায় ইস্তফা দিলেন কলকাতা♛র TMC কাউন্সিলর
বাড়ির ভাড়াটেরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো শনিবার সকালে উঠে ফুল তোলেন মিনতিদেবী। ঘরের জল তোলেন। এর পর দোতলার ঘরে উঠে পড়েন তিনি। তিনি দোতলাܫয় উঠতেই সিঁড়ির দরজায় তালা দিয়ꦡে দেয় নাতি বিশ্বজিৎ। এর পর মিনতি দেবীর আর্তনাদ শুনে ছুটে যান ভাড়াটেরা। কিন্তু দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তাঁরা। এই ঘটনার কথা বৃদ্ধার বড় ছেলেকে জানান ভাড়াটেরা। কিন্তু তিনিও বিশেষ তৎপরতা দেখাননি বলে অভিযোগ। এর পর নাতি ও নাতবউ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাড়াটেদের কোনও প্রশ্নের উত্তর দেননি।
এর কিছুক্ষণের মধ্যেই বাড়িত💝ে পৌঁছয় পুলিশ। তারা দেহটি উদ্ধার করেন। প্রত🎉্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহে আঘাতের চিহ্ন ছিল। সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে বৃদ্ধাকে।
আরও পড়ুন - ভোটে লড়তে চাইনি, কিছু দালাল๊ লোক পার্টিটাকে চালাচ্ছে, বিস্ফোরক দাবি দিলীপের
প্রতিবেশীরা জানিয়েছেন, সম্পত্তি নিয়ে নিত্যদিন নাতির সঙ্গে বিবাদ লেগে থাকত বৃদ্ধার। এর আগে একাধিকবার তাঁকে নিগ্রহ করা হয়েছে। প্রতিবেশীদের দাবি, সম্পত্তির লোভেই ঠাকুমাকে খুন করে থাকতে পারে নাতি। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেশায় বিমার এজেন্ট বিশ্বজিৎ দত্ত ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে নিশ্চিন্দা থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বৃদ্ধার আরেক নাতির সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।