হলদিয়া ডক থেকে কলকাতা পর্যন্ত চালু হল মালগাড়ি। অর্থাৎ মালগাড়ির মাধ্য়মে এবার হলদিয়া বন্দর থেকে সরাসরি মালপত্র বহন করা যাবে কলকাতা পর্যন্ত। এতদিন পর্যন্ত কোনও জাহাজ থেকে সামগ্রী হলদিয়ায় খালি করার পরে তা ট্রাকের মারফত নিয়ে যেতে হত কলকাতায়। তবে এবার ছবিটা কিছুটা বদলে যাচ্ছে। এবার হলদ𒁏িয়ায় জাহাজের মালপত্র নামানোর পরে তা মালগাড়িতে তুলে দেওয়া হবে। সপ্তাহে অন্তত দু তিনবার এই মালগাড়়ি যাবে কলকাতায়। সেই গাড়িতে করে মালপত্র চলে যাবে কলকাতায়। এর জেরে কার্যত দিগন্ত খুলে গেল হলদিয়া ডকের। আর এরღ জেরে সেই মালপত্র ওঠা নামানোর জন্য লোকজন লাগতে পারে। সব মিলিয়ে হলদিয়া ডকের জন্য ফের আসছে সুদিন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমলকুমার𒆙 মেহে, ডেপুটি চেয়ারম্যান হলদিয়া বন্দ🍨র সহ অন্যান্যরা।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (রবিবার) হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য় একটা স্মরণীয় দিন। কলকাতা পর্যন্ত মালবহনকারী গাড়ি চালু করা হল। পোর্ট লিঙ্ক এক্সপ্রেস চালু হল। হলদিয়া বন্দর থেকে চালু হল পোর্ট লিঙ্ক এক্সপ্রেস। প্রথম এই মালবাহী ট্রেন চালু হল এদিন। সেই সঙ্গেই চিনের সঙ্গে সরাসরি জাহাজ যোগাযোগ চালু হয়েছে হলদিয়ার সঙ্গে। হংকংয়ের এসআইটিসি ইন্টারন্যাশানাল নামে একটি শিপিং সংস্থা হলদিয়া ও চিনের মধ্যে সরাসরি সাপ্ত𝓰াহিক জাহাজ ౠচালু করছে।
অমলকুমার মেহে, ডেপুটি চেয়ারম্যান হলদিয়া বন্দর জানিয়েছেন, আজ এক স্মরণীয় দিন। হলদিয়া থেকে কলকাতা মালগাড়ি চালু হল। ম্যানেজমেন্ট ও শুল্ক দফতরকে ধন্য়বাদ। এখানে থেকে ট্রেনে কন্টেনার যাবে কলকাতায়। সপ্তাহে দু তিনটি করে ট্রেন যাবে। আবার সেখান থেকে আসবে। আগে হলদিয়ꦛার আশে পাশে যে শিল্প রয়েছে তার কন্টেনার এখানে আসত। আর কলকাতারটা কলকাতায় যেত। আগে ট্রাকে করে কলকাতায় নিয়ে যেতে হত। এবার সরাসরি ট্রেনে করে এখান থেকে জিনিসপত্র কলকাতায় নিয়ে যাওয়া যাবে।