উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিলেন সুকান্ত মজুমদার। বুধবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি প্রস্তাব জমা দিয়ে এসেছেন। ঠিক কী কারণে উত্তর-পূর্ব ভারতের মধ্যে উত্তরবঙ্গকেও অন্তর্ভুক্ত করে নেওয়ার দাবি তুলেছেন, সেটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দাবি, যদি সেই প্রস্তাবে সায় দেন প্রধানমন্ত্রী এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তাহলে কেন্দ্রীয় প্রকল্পের জন্য বেশি টাকা আসবে উত্তরবঙ্গে। ত্বরান্বিত হবে উত্তরবঙ্গের উন্নয়নের গতি। তবে পৃথক রাজ্য হিসেবে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেননি বলে দাবি করেছেন সুকান্ত। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই উত🍌্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
'উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব'
সুকান্ত বলেন, ‘আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি। দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, যাতে (বলা আছে যে) উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের কী কী মিল আছে এবং সেজন্য উত্তরবঙ্গকে উত্🔜তর-পূর্ব (ভারতের) অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব বিবেচনা করে দেখবেন।’
আরও পড়ুন: Budget 2024: তিস্তা বিপর্যয়ের প্রভাব বাংলাতেও, বরাদ্দ নেই বাজেটে, বঞ্চন✅া নিয়ে🉐 সংসদে সরব অভিষেক
বঙ্গভঙ্গ নয়, রাজ্যের সহযোগিতা আশায় সুকান্ত
বঙ্গ বিজেপির সভাপতি বলেন, 'যদি পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হয়, তাহলে কেন্দ♒্রীয় যে প্রকল্পগুলি আছে, সেগুলির জন্য বেশি টাকা পাওয়া যাবে। সেইসঙ্গে এই (ব্✃যাপক) উন্নয়ন হবে। আমার মনে হয়, এতে রাজ্য সরকারের কোনও বাধা থাকবে না। আমার মনে হয়, রাজ্য সরকারের সহযোগিতা পাব।'
উত্তরবঙ্গকে ‘বঞ্চনার’ অভিযোগ মোদীদের বিরুদ্ধে
সুকান্ত এমন একটা সময় সেই প্রস্তাব দিয়েছেন, যখন মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল ൲কংগ্রেস। রাজ্যের শাসক দলের দাবি, বিহার, অন্ধ্রপ্রদেশ, সিকিম, অসমের মতো রাজ্যকে বন্যার জন্য বাড়তি টাকা দিলেও উত্তরবঙ্গের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মোদী সরকার। অথচ বাংলা থেকে বিজেপি যে ১২টি আসন জিতেছে, সেটার ছ'টিই এসেছে উত্তরবঙ্গ থেকে💞 (উত্তরবঙ্গে মোট লোকসভা আসন আট)।
মঙ্গলবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্🐬রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা (বিজেপি) দার্জিলিং থেকে ভোট নেয়। নির্🥀বাচনের সময় বড়-বড় কথা বলে। কিন্তু ভোট মিটলেই দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াংকে ভুলে যায়। এটাই ওদের (বিজেপি) স্বভাব। দার্জিলিঙের ভাই-বোনদের কথা মনে রাখা উচিত ছিল ওদের। অন্যরা কেউ কিছু পেলে আমার আপত্তি নেই। সিকিম পেয়েছে। তাতে আপত্তি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিঙকে যে বঞ্চিত রাখা হয়েছে, সেটা মেনে নিতে পারব না।’