বিজেপিকে টক্কর দিতে কেন্দ্রে যখন একমঞ্জে সলতে পাকাচ্ছে তৃণমূল ও কংগ্রꦛেস, তখনই কংগ্রেসের কাছ থেকে পুরুল্যার ঝালদা পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল। বুধবার সন্ধ্যায় বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এদের মধ্যে রয়েছেন নির্দল কাউন্সিলর তথা পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় ও নꦕিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুসহ ৫ কাউন্সিলর।
দীর্ঘ দড়ি টানাটানির পর ঝালদা পুরসভা দল করে কংগ্রেস। পুরপ্রধান করা হয় নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে। ১২ আসনের ঝালদা পুরসভায় তৃণমূল ও কংগ্রেস পেয়েছিল ২টি করে আসন। এক নির্দল প্রার্থীর সম༒র্থনে শেষে বোর্ড গড়ে কংগ্রেস।
এদিন দলবদলের পর শীলা চট্টোপাধ্যায় বলেন, এলাকায় উন্নয়নের কাজ করতে পারছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার উন্নয়নের কাজে ঝাঁপাব। মিঠুন কান্দু বলেন, উন্নয়নের কাজ হচ🍰্ছে না বলে অনেকেই বাড়িতে এসে জানাচ্ছিলেন। তাই তৃণমূলে যোগদান করলাম।
এই দলবদলের ফলে ঝালদা পুরসভায় কংগ্রেসের কꦓাউন্সিলর সংখ্যা দাঁড়াল ৫। এদের মধ্যে রয়েছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। ওদিকে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ১০। জোটশরিকের এহেন আচরণ নিয়ে এখনো কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।