এবার উত্তরবঙ্গ ভ্রমণের জন্য সরকার💦ি বাসের সংখ্য়া আরও বাড়ছে। যারা ভাবছেন টিকিট পাচ্ছেন না, কীভাবে উত্তরবঙ্গে যাবেন তাঁদের জন্য এবার বড় সুযোগ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা একাধিক নতুন বাস নামাচ্ছে। সব মিলিয়ে এনবিএসটিসি ৩৮টি নতুন বাস নামাচ্ছে রাস্তায়। দু একদিনের মধ্য়েই এই নতুন বাসগুলিকে রাস্তায় নামানো হবে। সেই সঙ্গেই আলিপুরদুয়ার 𒆙থেকে কলকাতা রকেট বাস সার্ভিসও আগামী সপ্তাহ থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বর্ষাকালে ডুয়ার্সের এক অন্য রূপ। বর্ষার দিনগুলিতে জঙ্গল বন্ধ থাকলেও সেই সময় ডুয়ার্সে থাকার মজাই আলাদা। ঝিরঝিরে বৃষ্টিতে আরও সুন্দর হয়ে ওঠে গোটা ডুয়ার্স। জঙ্গল আরও সবুজ। আরও মোহময়ী। চুপ🍎চাপ নির্জনে বসে সবুজ দেখতে যারা চান তাদের জন্য় এই বর্ষায় ডুয়ার্স একেবারে আদর্শ। সেক্ষেত্রে তাঁদের আর ট্রেনের টিকিটে📖র জন্য় অপেক্ষা করতে হবে না। বাসে চেপেই চলে যেতে পারেন ডুয়ার্স।
এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায়ও সামগ্রিক ব🎶াস পরিষেবার নানা দিক খতিয়ে দেখছেন। শীঘ্রই স൲ামগ্রিক পরিষেবা নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
এদিকে এনবিএসটিসি ৩০টি নতুন সিএনজি বাস আনছে। এই বাসগুলির দু𒉰ষণের কোনও ব্যাপার নেই। এর জেরে নতুন করে আর দুষণ ছড়াবে না উত্তরবঙ্গে। ইতিমধ্য়েই ২টি নতুন সিএনজি বাস উত্তরবঙ্গে চলে এসেছে। ১২টি𒁃 নতুন রকেট বাসের মধ্য়ে ৫টি রকেট বাস ইতিমধ্য়েই শিলিগুড়িতে চলে এসেছে। যে সিএনজি বাসগুলি উত্তরবঙ্গে নিয়ে আসা হচ্ছে তাতে নানা ধরনের অত্যাধুনিক ব্যবস্থা থাকছে। এই দূরপাল্লার রকেট বাসগুলিতে চার্জিং পয়েন্ট, স্টাডি লাইট, পুশ ব্যাক বিশেষ ধরনের সিট থাকছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক ব্যবস্থা থাকছে এই বাসে। এর জেরে যাত্রীদের বিশেষভাবে সুবিধা হবে।
এদিকে সম্প্রতি শিলিগুড়ি থেকে দার্জিলিং গামী নতুন রুটে বাস চালু করছে এনবিএসটিসি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটি নতুন বাসরুট খুলছে। এই রুটে গেলে আপনি একদিকে যেমন মিরিক পাবেন তেমনি এই রুটে কিছু কম খরচায় আপনি চলে যেতে পারবেন দার্জিলিং। বাসের জানালার ধারে বসে চারপাশে সবুজ পাহাড় দেখতে দেখতে চলে যান দার্জিলিং। মন ভালো হয়ে যাবে। আরও পাহাড়ে ওঠার সময় যা দেখবেন তা মনের কোণে থেকে যাবে সারাজꩵীবন।
এনবিএসটিসি অর্থাৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এই নয়া ღরুটে বাস চালানোর পরিকল্পনা নিচ্ছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং ভায়া মিরিক। এই রুটে বাস চালানোর পরিকল্পনা। যাদের পক্ষে ওই ৩ হাজার টাকা গাড়ি ভাড়া করে দার্জিলিং যাওয়া সম্ভব নয়, তার🅷া সরকারি বাসে চেপে পাহাড় পাহাড় দেখতে দেখতে দার্জিলিং চলে যেতে পারেন।