কথা ছিল পুজোর আগে উত্তরবঙ্গে চালু হয়ে যাবে লেডিস স্পেশাল বাস। কিন্তু তারপরেও সেই বাস চালু না হওয়ায় স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জেগেছিল তবে কি বিঁশ বাও জলে চলে গেল পুরো প্রকল্প? তবে আশার কথা জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। আসলে উপনির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণেই লেডিস স্পেশাল বাস চালানো যাচ্ছিল না। তাছাড়া পরিকাঠামোগত কিছু সমস্যা ছিল। তবে উဣপনির্বাচন মিটলেই লেডিস স্পেশাল বাস চলবে উত্তরবঙ্গে। সব দিক ঠিকঠাক থাকবে নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে উত্তরবঙ্গে লেডিস স্পেশাল বাস চালু হতে পারে।
উপনির্বাচন মিটলেই প্রথমে কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে এই লেডিস স্পেশাল বাস চালানো হবে। দুটি লেডিস স্পেশাল বাস ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তার সামনে গোলাপি রং দিয়ে লেখা থাকছে লেডিস স্পেশাল বাস। 𝐆;
প্রাথꦛমিকভাবে জানা গিয়েছে এখানে বাসের কন্ডাক্টর মহিলা থাকবেন। মহিলা যাত্রীদের জন্য এই বাসে সবরকম সুরক্ষার ব্যবস্থা থাকবে। পরবর্তী সময় এই বাসে মহিলা চালক নিয়োগেরও উদ্যোগ নেওয়া হবে। মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য এখানে সিসি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থা থাকবে।
উত্তরবঙ্গের দুটি আসনে অর্থাৎ সিতাই ও মাদারিহাটে উপনির্বাচন রয়েছে। তারপরই উত্তরের পথে চলবে এনবিএসটিসির লেডিস স্পেশাল বাস। বাসে নারী নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। এখানে মহিলারা আরও স্বচ্ছন্দ্যে যাতায়াত করতে𒁏 পারবেন। পরবর🎐্তী ক্ষেত্রে কোচবিহার শিলিগুড়ি ও কোচবিহার-দিনহাটা রুটেও এই ধরনের বাস চালু করার উদ্যোগ নেওয়া হবে।