কখনও ছেলেধরা আবার কখনও সাধারণ চোর অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভ๊িন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা ঘটছে। সেই আবহে দক্ষিণ ২৪ পরগণায় আবারও গণপিটুনির শিকার হলেন এক যুবক। তবে এবার গুরুতর অভিযোগ উঠল আক্রান্ত যুবকের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই যুবক। তা দেখার পরেই হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তার কথায় অসঙ্গতি মেলায় স্থানীয়রা তাকে বেধড়ক মারধর করেন। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায়।
আরও পড়ুন: দ🥂োকানের সিসিটিভি দেখিয়ে দিল অভিযুক্তদের মুখ, ভাঙড়ে পিটিয়ে মারার ঘটনায় ধৃত ২
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং দ্বারিকা🥃নাথ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তা থেকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার♍ চেষ্টা করছিল সন্দেহভাজন ওই যুবক। বিষয়টি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তারা অভিযুক্তকে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। তাতে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়। এরপরেই অভিযুক্তকে গণপিটুনি দেন স্থানীয়রা। ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক। পরে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম তাপস মাপা। তার বাড়ি নামখানা ব্লকের মন্মথনগর গ্রামে। স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী রাস্তা দিয়েꩵ একাই হেঁটে বাড়ি ফিরছিল। তার সঙ্গে আর কেউ ছিল না। এদিকে, রাস্তাও ফাঁকা ছিল। অভিযোগ সেই সুযোগে যুবক ছাত্রীকে একা পেয়ে নিজের বাইকে করে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। কিন্তু, ছাত্রী যুবককে সঙ্গে যেতে অস্বীকার করে। এরপর যুবক তার হাত ধরে টানাটানি করতে থাকে। তখন বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে। তারা সেখানে এসে যুবকের কাছে কারণ জিজ্ঞাসা করেন। কিন্তু, তার কোনও সদুত্তর দিতে পারেননি যুবক। তখন স্থানীয়রা অভিযুক্তকে মারধর করতে শুরু করেন।